আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান গতকাল রবিবার টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয়েছে। উপজেলার মহিষমারা গ্রামে দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট শরিফুল হক (২২)। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে অন্য আরোহী স্কোয়াড্রন লিডার মামুনুর রশীদ (৩৪) প্যারাসুটের মাধ্যমে নেমে আসতে সক্ষম হয়েছেন।
বিমান বাহিনী সূত্রে জানা যায়, এল-৩৯ প্রশিক্ষণ বিমানটি গতকাল সকাল ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে আকাশে ওড়ে। প্রশিক্ষণ শেষে ফেরার পথে মধুপুরের মহিষপাড়া গ্রামের ঘোনাপাড়ার আকাশে পৌঁছার পর বিমানটি দুর্ঘটনার শিকার হয়। আছড়ে পড়ে সবুজ ধানক্ষেতে।
প্রত্যক্ষদর্শী শুকুর মামুদ জানান, হঠাৎ মাথার ওপর দিয়ে একটি বিমান ধানক্ষেতে এসে পড়ে। এর আগমুহূর্তে এক ব্যক্তি প্যারাসুট দিয়ে নেমে আসেন।
তিনি সামান্য আহত হন। ওদিকে বিমানটি ধানক্ষেতে আছড়ে পড়েই উল্টে যায়। এ সময় স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে দা দিয়ে সিটবেল্ট কেটে পাইলটকে উদ্ধার করে। তিনি বলেন, 'পাইলটকে উদ্ধারের পর আমরা একটি বাড়িতে নিয়ে তাঁর মাথায় পানি ঢালতে শুরু করি। তাঁর কান ও মুখ দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল।
পরে দ্রুত একটি রিকশাভ্যানে তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হই। পথে সেনাবাহিনীর একটি গাড়ি এসে তাঁকে নিয়ে যায়। '
ফেসবুকটি এখন কে লগিন করবে https://www.facebook.com/shan.vertex ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।