আমাদের কথা খুঁজে নিন

   

বিমানটির কম্পিউটার দিয়েই পথ পরিবর্তন করা হয়েছে

মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির কম্পিউটার ব্যবহার করেই এটির গতিপথ পরিবর্তন করা হয়েছিল। বিমানের কম্পিউটার সিস্টেম সম্পর্কে জ্ঞানসম্পন্ন ককপিটে অবস্থানকারী কেউ বিমানটির কম্পিউটারে পুনরায় প্রোগ্রাম সেট করে এমনটি করেছে বলেই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।

 

মার্কিন এ কর্মকর্তারা বলেন, বিমানটির কম্পিউটারে ৭ থেকে ৮টি শব্দ [কিস্ট্রোকস] টাইপ করে কেউ বিমানটির গতিপথ পরিবর্তন করেছে। ককপিটে পাইলট ও তার সহকারীর মাঝখানে হাঁটু সমান উঁচু একটি ভিত্তির উপর কম্পিউটারটি স্থাপন করা থাকে।

বিমানের কম্পিউটার 'দ্য ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম' নামে পরিচিত। প্রতিটি ফ্লাইটের জন্য তৈরি করা ফ্লাইট পরিকল্পনায় বর্ণিত নির্দেশনা অনুসারে এই সিস্টেম বিমানটিকে চালনা করে। তবে নিখোঁজ মালয়েশিয়ান বিমানটির ফ্লাইট পথ সিস্টেমটি দিয়ে উড্ডয়নের আগে না পরে পরিবর্তন করা হয়েছে তা পরিষ্কার নয়।

 

বিমানটির গতিপথ পরিবর্তন এটির কম্পিউটার দিয়েই করা হয়েছে-এমন তথ্য তদন্তকারীদের এ বিশ্বাসকে আরো জোরালো করেছে যে, বিমানটিকে ইচ্ছাকৃতভাবেই বিপথে পরিচালিত এবং ছিনতাই করা হয়েছে। এ তথ্য বিমানটির পাইলট ও কো-পাইলটের প্রতি তদন্তকারীদের সন্দেহ আরো জোরালো করেছে।

 

মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ বিমানটি ১০ দিন পূর্বে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের পথে উড্ডয়নের পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ১২ জন ক্রুসহ বিমানটিতে মোট ২৩৯ জন যাত্রী ছিল। যাত্রীদের দুই-তৃতীয়াংশই চীনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.