মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানটির যোগাযোগ ব্যবস্থা ইচ্ছা করেই অচল করে দেয়া হয়েছিল বলে খবর দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক।
তিনি আজ শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহ ও রাডার থেকে সংগৃহিত তথ্য-প্রমাণে দেখা যাচ্ছে, কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও এমএইচ৩৭০ ফ্লাইটটি আরো সাত থেকে আট ঘন্টা আকাশে উড়েছিল। এর ফলে বোঝা যায়, বিমানের ভেতর থেকে পাইলট বা অন্য কেউ এ কাজটি করেছিল।
গত ৭ মার্চ মধ্যরাতে ২৩৯ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আকাশে উড্ডয়নের প্রায় এক ঘন্টা পর দক্ষিণ চীন সাগরের আকাশে থাকা অবস্থায় এটির সঙ্গে সর্বশেষ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, উপগ্রহ থেকে পাওয়া তথ্য থেকে ‘অতি উচ্চমাত্রার যে সম্ভাবনা’ দেখা যাচ্ছে তা হলো- মালয়েশিয়ার পূর্ব উপকূলে পৌঁছার পরপরই বোয়িং ৭৭৭ বিমানটির যোগাযোগ ব্যবস্থা অচল করে ফেলা হয়েছিল। একটি সামরিক রাডারের তথ্যমতে, এরপর বিমানটি তার নির্ধারিত গতিপথ বদলে মালয়েশিয়ার আকাশে ফিরে আসে এবং এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।