আমাদের কথা খুঁজে নিন

   

বিমানটির পাইলট আত্মহত্যা করেছেন!

নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং ৭৭৭-২০০ বিমানটির পাইলট আত্মহত্যা করেছেন এমন সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। এমন তথ্য দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনান।
 
জন ব্রেনান বলেন, ‘আমি মনে করি বিমানটির নিখোঁজ হওয়া ঘিরে কোনো তত্ত্বই উড়িয়ে দেওয়া যায় না।’ পাইলট ইচ্ছা করেই বিমানটি বিধ্বস্ত করেছেন এমন সম্ভাবনা আছে কিনা-এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি এমন মন্তব্য করেন।
 
মালয়েশিয়ান পুলিশ ইতোমধ্যে বলেছেন যে তারা বিমানটির সব যাত্রীদের মনস্তাত্ত্বিক প্রোফাইল  তৈরি করছেন। তাদের এমন মন্তব্যের পরই ব্রেনান একথা বলেছেন।
 
রাডার থেকে কিভাবে বিমানটি অদৃশ্য হয়ে গেল এ ব্যাপারে সুইসাইড তত্ত্বটি একটি ব্যাখ্যা প্রদান করতে পারে কারণ বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই পাইলট বিমানটির ট্রান্সপন্ডার [সংকেত গ্রহণ ও প্রদানকারী স্বয়ংক্রিয় বৈদ্যুতিক যন্ত্র] বন্ধ করে থাকতে পারেন।
 
 
 
 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.