আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

বাগেরহাটের পল্লীতে ভগ্নিপতির বাড়ি বেড়াতে  আসার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে মিমি আক্তার (১৪) । সে নবম শ্রেনী’র ছাত্রী ছিল। পুলিশ তার লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

বাগেরহাট মডেল থানার পুলিশ জানায়, জেলার ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের শমসের মল্লিকের ছেলে ফরিদ মটরসাইকেলে করে ছোট বোন মিমিকে নিয়ে সোমবার সকালে বাগেরহাটে রওনা হয়। সদরের সুগন্ধি এলাকায় বেড়াতে আসার পথে ওই এলাকাতেই একটি ট্রাক (যশোর-ড-১১-১০৬৮)ওভারটেক করতে গিয়ে রাস্তার সাইডে থাকা মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিমি আক্তার মারা যায় এবং আহত ভাই ফরিদকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।