আমাদের কথা খুঁজে নিন

   

সুখরঞ্জন বালীর খোঁজে: প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া

আমার এ লেখায় বালীকে অপহরণ করা হয়েছে কী হয়নি সে ব্যাপারে কোনো নিশ্চিত অবস্থান নেই। কারণ আমার হাতে পুরো ছবি আঁকার মতো তথ্য নেই। আমার নিশ্চিত অবস্থান হল এই যে, বালীকে অপহরণ করা হয়েছে এই মর্মে যারা দৃঢ়ভাবে দাবি করছেন, ক) তাদের হাতে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই; খ) যেসব তথ্যপ্রমাণ তাদের দাবি নাকচ করে দেয় সেসব তারা আলোচনার সময় চেপে যাচ্ছেন।

এ দুটির কোনোটিই আমাদের মূল উদ্দেশ্য অর্থাৎ সত্য উদঘাটনপূর্বক বালীকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরে যেতে সাহায্য করাতে কোনো সাহায্য করছে না। কিছু সাংবাদিকের অপেশাদার আচরণ বিভ্রান্তির মেঘ সৃষ্টি করে বালীর নিরাপদ প্রত্যাবর্তনের পথে বরং বাধা হয়ে দাঁড়াচ্ছে। একজন মানুষ তার প্রিয়জনদের কাছ থেকে দূরে আছেন এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। সেই ব্যাপারটির সুরাহা হওয়াটাই আমাদের মূল বিষয় হওয়া উচিত। কোনো সাংবাদিকের কাজের মান নিয়ে আলোচনা সেই তুলনায় গৌণ। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.