আমাদের কথা খুঁজে নিন

   

অর্থমন্ত্রীর চাঁদা উত্তোলনে টিআইবির উদ্বেগ

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানের জন্য অর্থমন্ত্রী ১০০ কোটি টাকা ‘চাঁদা’ তুলছেন বলে যে খবর বেরিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ কার্যক্রম থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

অন্যদিকে মন্ত্রীর ঘোষণা অনুযায়ী এরকম উত্তোলিত অর্থের উৎস, পরিমাণ এবং এ ব্যয়ের চুলচেরা হিসেব প্রকাশের দাবি জানিয়েছে টিআইবি।

আজ এক বিবৃতিতে টিআইবি’র  নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “দেশী ও বিদেশী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের কাছ থেকে ‘চাঁদা’ তোলার ব্যাপারে গণমাধ্যমের কাছে অর্থমন্ত্রীর ঘোষণা রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নৈতিক অবক্ষয়ের উদ্বেগজনক দৃষ্টান্ত। অর্থমন্ত্রীর এই জাতীয় বক্তব্যে সচেতন দেশবাসী মাত্রই বিচলিত বোধ না করে পারবেন না। এটি আরো উদ্বেগজনক যে অর্থমন্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী তিনি ‘মাঝে মাঝেই চাঁদা টাদা’ তুলে থাকেন। একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত অর্থমন্ত্রী  যিনি তার ট্যাক্সের বিবরণী জন সম্মুখে উন্মুক্ত করেছিলেন, তার এ বক্তব্যে টিআইবি যারপরনাই বিস্মিত।” 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.