‘যারা দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারের সম্মানজনক বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে’। এমন কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদের উদ্ধৃতি দিয়ে রুহুল আমিন সাংবাদিকদের এ কথা বলেন। তবে কিসের অগ্রাধিকারের ভিত্তিতে তাদের পদায়ন করা হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
তিনি বলেন, পার্টি চেয়ারম্যানের নির্দেশে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন, যারা নির্বাচনে অংশ নেননি এবং যারা পরাজিত হয়েছেন- তাদের একটি তালিকা চেয়েছেন চেয়ারম্যান।
’
সম্প্রতি ৬৮ নেতার বিএনপিতে যোগদান প্রসঙ্গে পার্টির এই নেতা বলেন, ‘এটি একটা বিচ্ছিন্ন ঘটনা। ’
এরশাদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘শিগগিরই অন্য দলের অনেক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবেন। ’ বর্তমানে পার্টিতে কোনো মতবিরোধ নেই বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবারের মতবিনিময় সভার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘এ সভার উদ্দেশ্য হলো তৃণমূলকে আরও শক্তিশালী করা। ’
এর আগে বেলা ১১টায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়।
শেষ হয় দুপুর ১২টায়। দশম সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন জাতীয় পার্টির প্রায় দেড় শতাধিক এমন নেতা এ মতবিনিময় সভায় অংশ নেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।