আমাদের কথা খুঁজে নিন

   

মালালার নোবেল মনোনয়ন...যৌক্তিকতা কতটুকু???

জনতার সংগ্রাম চলবেই তালেবান গুলি করেছে বলে “শান্তিতে নোবেল পুরষ্কার” মনোনয়নের তালিকায় নাম এসেছে মালালার। এত বছর ধরে যে মার্কিন সেনারা হাজার হাজার ইরাকী, আফগান নারীদের উপর এর চেয়েও নৃশংস অত্যাচার চালাচ্ছে তাদের নাম তো কোথাও আসেনি??? সেখানকার লাখ লাখ শিশুরা যে স্কুলে যেতে পারেনা আমেরিকার ড্রোনের তান্ডবে, কই তাদের কথা তো কাওকে বলতে শুনিনি? নাকি তারাও সন্ত্রাসীর কাতারে পরে? তাদের হিসেবে হয়তো পরে। তাই তাদের নিয়ে উনারা কথা বলেন না। মালালা শিক্ষা ক্ষেত্রে পাকিস্তানের কতটুকু উন্নতি করেছে জানি না, তবে তার এই আন্দোলন দিয়ে যে ইরাক, আফগানিস্তানের শিক্ষার কিছু হয়নি তা বোধ করি সবাই এক কথায় স্বীকার করবে। আমেরিকার হলে হতে পারে।

তবে তাকে দেয়া হচ্ছে নোবেল??? তালেবানের গুলি খেয়েছে তাই। এটুকুই যথেষ্ঠ নোবেল পাওয়ার জন্য? তালেবানের গুলি না লেগে যদি ড্রোনের আঘাতে মালালা বেহেশতেও চলে যেত, সেটা হতো দুর্ঘটনা...। তাদের কথা, যেহেতু জোর যার মুল্লুক তার, সেহেতু আমার যাকে ইচ্ছে কারে তাকে আমি সময়ে অস্ত্র দিব,সময়ে নোবেল দিব...কেও কিছু বলতে পারবেনা, আর কিছু করলে তো খবর আছে...ড্রোন মেরে দুর্ঘটনা ঘটানো আরম্ভ হবে। বলে রাখি আমি তালেবান কে সমর্থন করছি না। নোবেল মনোনয়নের তালিকায় মালালার নাম থাকছে শুনে আমার যা মনে হয়েছে তাই লিখেছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.