আমাদের কথা খুঁজে নিন

   

দ্বান্দ্বিক বস্তুবাদ জিনিষটা কি?



♦ দ্বন্দ্ববাদ বা দ্বন্দ্বত্মকবাদ
কথাটি ইংরেজী "ডায়েলিকটিস" শব্দ
থেকে এসেছে। ইংরেজী এই শব্দটির
উৎপত্তি হয়েছে গ্রীক "দিয়োলোগ"
হতে। "দিয়োলোগ" অর্থ দ্বি-সংবাদ,দুই
ব্যক্তির প্রশ্নোত্তর। সক্রেটিসের মৃত্যুর পর
এটা এত জনপ্রিয় হয় যে,তাঁর প্রিয় শিষ্য
প্লেটো একে 'পরম সত্য' উপলব্দির উপায়
বলে অভিহিত করেন।
বস্তুতঃদর্শনে ডায়েলিকটিস এর অর্থ
হলো পরস্পর বিরোধী তত্ত্ব থেকে তৃতীয়
তত্ত্বের উৎপত্তি।

প্রকৃতিতে দ্বন্দ্ববাদের অর্থ
হল,নিজের ভেতরকার বিরোধী স্বভাবের
দ্বন্দ্বের ফলে এক নতুন ৩য় রূপে বিকাশ হওয়া।
যেমন, হাইড্রোজেনের প্রাণপীড়ক
এবং অক্সিজেনের প্রাণদায়ক তত্ত্ব হতে পানির
উদ্ভব হয়।
তাই আমার মতে, অস্তিত্বের সব আইন-
কানুনের মূল চাবিকাঠি হল এই দ্বান্দ্বিক
বস্তুবাদ। এটা শুধু মানুষের অর্থনৈতিক জীবনের
প্রতিই প্রযোজ্য নয়, এটা বিশ্বের প্রতীয়মান
সকল বস্তুর জন্যে। কারন বস্তু মানে আদি,
অন্ত, সত্য-সর্বসত্য।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।