সাভারের রেডিও কলোনী এলাকায় সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে শ্রমিক ও যাত্রীবাহী তিনটি পৃথক বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয় ও আহত ব্যক্তিরা জানান, হেমায়েতপুর শিল্পাঞ্চলের আমান স্যুয়েটার কারখানার একটি শ্রমিকবাহী বাস আশুলিয়া থেকে ছেড়ে এসে রেডিও কলোনী বাসষ্ট্যান্ডে পৌঁছালে অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
পরে শ্রমিকবাহী বাসটির পেছনে থাকা অপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত বাস দুটিকে ধাক্কা দেয়।
এতে শ্রমিকবাহী বাসটি দুমড়ে মুচড়ে গেলে আহত হয় অর্ধশতাধিক।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফা কামলা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বাসগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।