আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে নিদ্রায় দেখে ভেবেছো মৃত্যুর কথা

আহসান জামান আমাকে নিদ্রায় দেখে ভেবেছো মৃত্যুর কথা; বড়বেশী আনমনা তুমি, চেতনায় ওড়ে এক সাদা বকপাখি; দু'ডানায় মুক্তির দাবি। কোথায় লুকাবে জীবন, যাপনের অজুহাত বড়বেশী ক্লান্তি এনেছে; জানি! জানি, আরোবেশী; অনেক অভিমানী তুমি! সনাতন আমিও অনেক; হাওয়াতে ওড়ে কার শরদের হাসি; একদা ভোরের আলোয় যে হাতে গড়িয়ে ছিলো জল; তৃষ্ণায় দু'চোখ পাখি। উড়ে গেলে কার ক্ষতি বেশী! বিলাপের সবকথা করি জড়ো, আলোছায়া খেলা করো তুমি; চোখ থেকে খুলে যাক নিদ্রার চাবি; এবার জোছনা এলে, স্বপ্ন উড়িয়ে দিও; আমার কাফনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.