আমাদের কথা খুঁজে নিন

   

চলার পথে পথে নানান কথা - ২

চলার পথের একজন অ-লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি " মানুষ যত নিজ গৃহ থেকে দূরে যাবে তত সে নিজ গৃহের কাছে আসবে।" তখন উদ্ধৃত বাক্যটি হবে একটি অর্থ হীন বাক্য।

অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে " মানুষ যত নিজ গৃহ থেকে দূরে যাবে তত সে নিজ গৃহের কাছে আসবে।" তখন এ কথাটি একটি বিখ্যাত লেখা বা বানী হয়ে যাবে, সাহিত্যে স্থান পাবে।

একজন মানুষ যখন নানান কারণে বা উদ্দ্যেশে নিজ গৃহ থেকে দূরে যায় বা দূরে অবস্থান হবে তখন তার মন পড়ে থাকে প্রিয় জন্ম ভুমিতে, প্রিয় জনের কাছে। দূরে, অনেক দূরে থেকেও নিজ গৃহ থাকে তাঁর খুব কাছে।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।