আমাদের কথা খুঁজে নিন

   

লজ্জা, ঘৃণা, দুঃখ, হতাশা, রাগ, বিরক্তি এবং আয়োজক বিসিবি র প্রতি করুণা।

স্বপ্ন+সমুদ্র

"বিসিবি সেলিব্রেশন কনসার্ট। "
শিরোনাম দেখে বোকার মত আমিও আশা করেছিলাম বুঝি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজন করা কোন অনুষ্ঠান বুঝি।
কিন্তু বুঝিনি চেতনার ললিপপ খাইতে খাইতে আমরা এতটাই অচেতন হয়ে পড়েছিলাম ICC (বর্তমানে INDIAN CRICKET COUNCIL) র সদস্য BCB যে কবে BHARTIYO CRICKET BOARD হয়ে গেছে তা দেখার ই সুযোগ পেলাম না।
কোথায় বাংলাদেশের সংস্কৃতি, কোথায় আমাদের দেশের মানুষের প্রতিচ্ছবি, কোথায় বাংলাদেশের ক্রিকেট, কোথায়ই বা আমাদের আতিথিয়তা?
অর্ণব, আইয়ুব বাচ্চু, মাইলস, সোলস, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, বিশ্বজিৎ বা বাপ্পা। তারা গান গাইতে পারেন না।

টাই এরকম আন্তর্জাতিক (!!!!!!!!!!) মানের অনুষ্ঠানে তাদের পারফর্ম করায় এত সীমাবদ্ধতা, এত বাধা। তাহলে কি দরকার ছিল আমন্ত্রন করার?
নিজের দেশকে বিশ্বের কাছে তুলে ধরার মত একটি দিন হতে পারতো আজকের দিনটি। বাইরের দেশে দেশের নাম বাংলাদেশ বললে সবাই জিজ্ঞাসা করে IS IT IN INDIA?? বুক ফুলিয়ে বলতাম, "না। আমরা আলাদা দেশ। " আজকের অনুষ্ঠান যদি তাদের কেউ দেখে সবাই আমাকে মিথ্যুকই বলবে।


চামচামি বা চাটুকারিতার সব সীমা অতিক্রম করে ফেললো বিসিবি। ভারতের সাথে খেলার আগে আবার কয়জন ক্রিকেটারকে বসিয়ে দেয় এখন সেটা দেখতেই অপেক্ষা করছি। তোদের জন্য বুকভরা ঘৃণা আর শ্বাসনালীর সর্বনিম্ন স্তর থেকে উৎতসরিত একদলা কফমিশ্রিত থুথু আমাদের এভাবে লজ্জিত করার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.