এই দুই লক্ষ্য সামনে রেখে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আবার আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা সাড়ে তিনটায়।
এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের ক্রিকেট-ইতিহাসেরই অন্যতম লজ্জা। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ থেকে এশিয়া কাপের শেষ পর্যন্ত ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে-খেতে পুরো দলের আত্মবিশ্বাসেই চিড় ধরেছিল।
তবে বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে দুটো প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাত আর আয়ারল্যান্ডের সঙ্গে জয় পেয়ে হারানো আত্মবিশ্বাস অনেকখানি ফিরে পেয়েছে মুশফিকুর রহিমের দল।
১ মার্চ ফতুল্লায় আফগান-লজ্জার সেই ম্যাচে বাংলাদেশ দলের তিন ‘স্তম্ভ’ তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা ছিলেন না। দুর্ভাগ্যজনকভাবে সেদিন মাত্র তিন বল করে আঙুলের চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল অফস্পিনার সোহাগ গাজীকে। রোববার চার জনেরই উপস্থিতি বাংলাদেশ দলের শক্তি ও আত্মবিশ্বাস দুটোই অনেক বাড়িয়ে দেবেই।
দুটো প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেও উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী হবেন এনামুল হক। তিন নম্বরে সাব্বির রহমান অথবা মুমিনুল হকের যে কোনো একজন খেলবেন বলে জানিয়েছেন মুশফিক।
তবে যে-ই খেলুক, সবার কাছ থেকে ভালো অবদানের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের।
“টি-টোয়েন্টিতে প্রথম তিন ব্যাটসম্যানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ওরা ভালো সূচনা এনে দিতে পারলে মিডল অর্ডারের ওপরে চাপ কম পড়বে। আর আমরাও বড় সংগ্রহ গড়ার দিকে এগিয়ে যাব। ”
মুশফিক জানিয়েছেন, উইকেট অনুযায়ী ব্যাট করার পরামর্শ দেয়া হয়েছে তাদের।
“উইকেট ভালো হলে শুরু থেকেই আমরা আক্রমণাত্মক ব্যাটিং করবো। উইকেট কেমন আচরণ করছে আর প্রতিপক্ষ কেমন বোলিং করছে তার ওপরে আমাদের কৌশল নির্ভর করবে। ”
একাধিক অলরাউন্ডারের উপস্থিতি দল গড়ার সময় অনেক ‘অপশন’ দেবে জানিয়ে মুশফিক বলেন, “উইকেট দেখে দল ঠিক করবো। দলের সবাই খেলার মতো ফিট। পরিস্থিতি অনুযায়ী সেরা একাদশ গঠনের চেষ্টা করবো।
”
ওয়ানডেতে লক্ষ্য তাড়া করতে পছন্দ করলেও ২০ ওভারের ক্রিকেটে প্রথমে ব্যাট করাই পছন্দ বাংলাদেশ অধিনায়কের। তার লক্ষ্য, বড় সংগ্রহ গড়ে আফগানিস্তানকে চাপে ফেলে দেয়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।