http://mskbadhan.wordpress.com
ওয়াও কি সুন্দর অয়েবসাইট! পরে জানি ওগুলো ছিল ব্লগ। নোকিয়া মোবাইল কিনে নেট ঘাটতে ঘাটতে ব্লগিং জগতে প্রবেশ। মোবাইলে ওয়েবসাইট!! বন্ধুদের টিটকিরি সত্ত্বেও আমি আমার মত করে যা ইচ্ছা লিখতাম। একসময় ডেস্কটপ পেলাম। তখন আমার হোমপেজ দেখে আমিতো অবাক! যাই হোক পরিচয় ঘটল কিছু ভাল ভাল লেখার সাথে, লেখকের সাথে।
ব্লগযাত্রা শুরু করলাম।
কিছুদিন লেখালেখি আর সাথে সাথে সামহোয়ারইন ব্লগে প্রবেশ। লিখতাম তখনও এমনকি আজও, অবান্তর লেখালেখি আর কি। ওয়ার্ডপ্রেসে লেখাগুলোতে দিনদিন কমেন্ট কমতে লাগল। এদিকে সামহোয়ারইন ব্লগে ব্লগাররা নাকি খুন হয় এধরণের কথা আমার আম্মুর কানে ঢুকালো বন্ধুগণ।
এবং আমার সামু তে আসা বন্ধ করতে হল, আব্বু বুঝলেও আম্মু বুঝল না।
ফেইসবুক আসক্তি আমার কখনো ছিলনা। একটা লেখার প্রাণ হল ভিজিটর এবং কমেন্ট। সেটাই দিনদিন হারাতে লাগলাম সবখানে। ভাল লেখা ভাল লেখক দিন দিন কমতে লাগল।
যারা প্রতিনিয়ত লিখত তাদের আর পেলাম না দিনদিন। সত্য বলতে গেলে একা হতে লাগলাম।
কেউ মানেন আর না মানেন আমি জোর গলাই বলতে পারি আমরা ব্লগিং করি মন্তব্য বা লাইক এর জন্য। সেই স্থান করতে চলেছে ফেইসবুক। সবদিনই ফেইসবুকে লোক বেশি ছিল এবং বর্তমানে ভাল্ লেখাগুলোও ফেইসবুকে জায়গা করে নিয়েছে।
যারা একসময় ছিল নিত্য ব্লগার তারা এখন নিত্য বুকার মানে ফেইসবুকার। ব্লগের সেই জগতে শুধু জায়গা আছে টেক আর চটির। হায়রে...
একটা কথা সত্য যে, যে লেখা ব্লগে একটা মন্তব্য পায়না সেই লেখা ফেইসবুকে আসলে লাইক কমেন্টের অন্ত থাকেনা। আর কমেন্ট করতে তো টাকা লাগেনা। যে মানুষ বাস্তবে কথা বলেনা, ফেইসবুকে তার কমেন্টের ফুলঝুরি দেখলে মাথা দোলে।
আর বর্তমানে লেখা দেখলেই লাইক, একটা চাপ শুধু!!
মূল্য না পেলে কেউ কি কিছু করতে চায়?? না চায় না। ব্লগিং এর কি মূল্য সে শুধু ব্লগারের মনই জানে।
মনে হতে পারে শুধু কমেন্ট এর জন্য মানুষ ফেইসবুক করে?? না। ফেইসবুক যে যে সুবিধা দেয় ব্যক্তিগত বা সোশাল ব্লগে আমরা তার অনেক কিছুই পাইনা। ব্লগে মন্তব্য করাটাও ততটা সহজ বা সুবিধার নয়।
মানুষ সেটাই চায় যেটাতে সে কম সময়ে এবং কম কষ্টে তার কার্য সিদ্ধি করতে পারে। এ ছাড়া আছে কিছু ভুল ধারণা। ব্লগ বলতেই মোটামুটি সবাই ভাবে যে এটা করতে গেলে বেশ লেখালিখির হাত থাকা লাগে। আর তা ছাড়া অনেক কিছু ইনিয়ে বিনিয়ে লিখতে হয়। কিন্তু সত্যি বলতে এ দুটির কোনটি ছাড়াই যে ব্লগিং সম্ভব এবং ব্লগিং মানেও যে WHATS ON YOUR MIND বুঝানো হয় এটা অনেকেই জানিনা।
ফলে প্রতনিয়ত আমরা চলে যাচ্ছি জুকার এর বুকার দেশে।
এ ছাড়া ব্লগ এ কিছু লিখতে গেলে আসলেই অসাধারণ বা বিশেষ শিং থাকা লাগেনা এটাও জানিনা আমরা। ব্লগের মোবাইল ভার্সনটাও মোটেও আকর্ষণীয় নয়। এমন অসংখ্য কারণ আছে যার কারণে আমরা ব্লগ থেকে আগ্রহ হারিয়ে ফেলছি।
মিডিয়াগুলোও বর্তমানে ফেইসবুক ভিত্তিক নাটক চালু করেছে।
প্রেম কে না করতে চাই। অনেকে মনে করে ফেইসবুকে সহজে প্রেম করা যায় আর তাতে রিস্ক নাই। সুন্দর সুন্দর মেয়ে আছে, একটা পইটা গেলেই ব্যাস!! কেল্লা ফতে। আর নিষেধকৃত বা অকাজ করতে তো আমাদের ভালই লাগে। তাই অস্থির অস্থির ফেক অ্যাকাউন্টের জন্ম হয় বিনাক্লেশে বিনা আঁতুরঘরে।
অনেকেতো বিয়েসাদি ডট কম এ না ঢুকে ফেইসবুকে পাত্র-পাত্রী খুঁজে।
এই তো সেদিন। আঁতকে উঠতাম সামহোয়ারইন এ ঢুকে। ৪০০-৮৫০ জন ব্লগার আমি প্রতিনিয়ত দেখেছি। আর এখন!! যখন পোস্টটা লিখছি তখন মাত্র ৭৩ জন ব্লগার অনলাইনে।
আর পোস্ট পড়ার সংখ্যা না বলার মত। মনে হয় যিনি লিখেন উনিই ঢোকেন কয়েকবার আর কেউ না।
কষ্ট লাগছে লিখতে লিখতে। ভাষা কে সামনে রেখে নিজেকে প্রকাশ করার জন্য অন্য মাধ্যম আর কি হতে পারে ব্লগ ছাড়া?? আর এখনো অনেক ডিভাইছ আছে যাতে বাংলাই সাপোর্ট করেনা। ইংরেজী অক্ষরে বাংলা লেখা- বাংলিশ ভাষা।
প্রতিদিন মেসেজ আসে ফ্রী ফেইসবুক হেনতেন সাতসতের। কবে যে আসবে ফ্রী ব্লগিং!!!
জানিনা। হয়ত জানতেও পারব না। তবু লিখে যাব, নিজের জন্য, নিজের মনের জন্য, মনের পিয়াস মেটানোর জন্য। শুধু এতটুকু কামনা, বাংলা ব্লগিং ছড়িয়ে যাক সবার মাঝে, সবার মনের মহূয়ায়, সবার হৃদয়ের আংগিনায়।
হ্যাপি ব্লগিং ... ... ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।