আনন্দময় বর্ণাঢ্য আয়োজনে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন তার পঞ্চম জন্মদিন পালন করেছে। পাঁচ বছরে পা দেওয়ার শুভলগ্নে গতকাল বাংলাদেশ প্রতিদিন পরিবার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া প্রাঙ্গণে আয়োজন করেছিল প্রীতি সম্মেলন, মেজবান ও সংগীতানুষ্ঠানের। টানা তিন দিন ধরে বর্ণিল সাজে সেজেছিল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রাঙ্গণ। গতকাল সকাল ১০টার পর থেকেই দেশবরেণ্য রাজনীতিবিদ, মন্ত্রিসভার সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পী-কলাকুশলী, সাহিত্যিক ও সাংস্কৃতিক জগতের খ্যাতিমান ব্যক্তি ছাড়াও সব শ্রেণী-পেশার মানুষের ঢল নেমেছিল এ প্রীতি সম্মেলনে।
ফুলে ফুলে অতিথিরা বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনকে অভিনন্দন জানান।
তারা বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানসহ সংবাদকর্মী ও কর্মকর্তাদের নিয়ে অতিথিদের অভ্যর্থনা জানান।
এর আগে শুক্রবার রাত ৮টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলন কক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিক শুভসূচনা করেন। গতকাল নারী-পুরুষ নির্বিশেষে সব অতিথিই ফুলের তোড়া নিয়ে এসেছিলেন অভিনন্দন জানাতে। কেউ এসেছিলেন কেক, কেউ পানের ডালা, আবার কেউ বা এসেছিলেন পিঠাপুলি ও মিষ্টির হাঁড়ি নিয়ে।
দিনভর এ আনন্দ আড্ডায় অংশ নিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা নূরে আলম সিদ্দিকী, আ স ম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ। এ ছাড়া আরও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।
রাজনীতিবিদদের মধ্যে আরও ছিলেন হায়দার আকবর খান রনো, মনজুরুল আহসান খান, সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম বীরবিক্রম, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। আরও ছিলেন এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও আনিসুল হক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক শাইখ সিরাজ। আইনজীবী ড. তুহিন মালিক।
ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম, পরিকল্পনা কমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহিদ উল্লা মিয়া, পুলিশ প্রশাসনের পক্ষে অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোখলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান, ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম, ডিসি (গুলশান) খন্দকার লুৎফুল কবির, এডিসি খোন্দকার নুরুন্নবী, এসি (মিডিয়া) আবু ইউসুফ, এসি খোরশেদ আলম, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের পক্ষে সিনিয়র তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক কর্নেল আমিনুল হকের পক্ষে যুগ্ম-পরিচালক বশির উদ্দিন আহমেদ, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।
আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও ছিলেন দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। আওয়ামী লীগের আলাহ উদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য এ কে এম এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন ও যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও দফতর সম্পাদক শেখ রাসেল।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মোসাদ্দেক আলী ফালু, ব্যারিস্টার হায়দার আলী, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, যুগ্ম-মহাসচিব বরকত উল্লা বুলু, সালাউদ্দিন আহমদ, রিজভী আহমেদ, বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা ও তার কন্যা সাইয়ারা নাওয়াল। দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, অর্থনীতিবিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি নিলোফার চৌধুরী মণি, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মীর নেওয়াজ আলী, মাহবুবুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক বিলকিস ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা রহমান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যসচিব মুশফিকুল ফজল আনসারী, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান, বিএনপির কেন্দ্রীয় নেতা রফিক শিকদার, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বজলুল করীম চৌধুরী আবেদ, যুগ্ম-সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফ, গোলাম মসিহ, সৈয়দ আবু হোসেন বাবলা, আহসান হাবিব লিংকন, অধ্যাপিকা মাসুদা এম এ রশিদ চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, সুলতান মাহমুদ, হুমায়ুন খান, আশরাফ সিদ্দিকী, হাজী বজলুর রহমান, জাহিদ হোসেন বিপ্লব, সুজন দে, মিজানুর রহমান মিরু। আরও উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মলি্লক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, প্রেসিডিয়াম সদস্য ডা. শহিদুল্লাহ শিকদার, ন্যাপের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম-আহ্বায়ক অসিত বরণ রায়।
ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে আসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, আবুল কাসেম আহমেদ। এঙ্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিজিএমইএ-এর সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি, ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান, এফবিসিসিআইর সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পরিচালক এ কে এম শাহেদ রেজা, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ-এর সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল আজিম, বারভিডা সভাপতি হাবিব উল্লাহ ডন, মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাদ প্রমুখ। আরও ছিলেন অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, ডা. রাকিবুল ইসলাম লিটু, ডা. এম আর করিম রেজা, ডা. নওশীন শারমিন।
শিল্পী-কলাকুশলীদের মধ্যে উপস্থিত হন গাজী মাজহারুল আনোয়ার, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, ছটকু আহমেদ, শহীদুল ইসলাম খোকন, সোহানুর রহমান সোহান, মনির খান, মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, মতিন রহমান, ফেরদৌস, ইমন, আমিন খান, ইলিয়াস কাঞ্চন, সায়মান, আরিফিন শুভ, সম্রাট, জায়েদ খান, আমান, সংগ্রাম, নিরব, সিবলু মাহমুদ, অমৃতা খান, শাকিবা, সিমলা, প্রিয়াংকা, রুহী, অাঁচল, আইরিন, পিয়া, প্রিয়া আমান, সিমরান, মেহজাবীন, সুব্রত, মিশা সওদাগর, উজ্জ্বল, হেলাল খান, জাকির হোসেন রোকন, শামীম আরা নিপা, মনির খান, কোনাল, শফিক তুহিন, এস আই টুটুল, চয়নিকা চৌধুরী, মেহের আফরোজ শাওন, নাছির খান, সালমান হায়দার প্রমুখ। নির্মাতা নজরুল ইসলাম খান, সৌমিক হাসান সোহাগ।
এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ প্রতিদিনের অসংখ্য হকার ও এজেন্ট।
শুভেচ্ছা জানাতে এসেছিলেন- এম মাহফুজুর রহমান, কনকর্ড এন্টারটেইনমেন্ট কোং লি., সৈয়দ ফহিম শাহাতাব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কনকর্ড কমিউনিকেশন লি.। সিটিসেলের মো. আসাদুজ্জামান, সিনিয়র এক্সিকিউটিভ; মো. ফেরদৌস-উল-ইসলাম, সিনিয়র এঙ্িিকউটিভ; তানজিনা চৌধুরী, এক্সিকিউটিভ; মো. সাইফুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ। ম্যাঙ্মিাস মোবাইলের মো. ইমরান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ। এশিয়াটিক মাইন্ডশেয়ারের মো. জামসেদ আলম, সিনিয়র এক্সিকিউটিভ।
মেক্সাসের মো. শরিফুল আলম, সিনিয়র এক্সিকিউটিভভ। নেসলে বাংলাদেশের সৈয়দ ইসতিয়াক চৌধুরী, ম্যানেজার ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন। বিটুপির মো. আলী জিন্নাহ, মিডিয়া ম্যানেজার। মাই সেল মোবাইলের মো. মাহবুবুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার; মো. নাহিদ আল মোকতাদির, হেড অব মার্কেটিং। ইঞ্জিনিয়ার জাকির হোসাইন, পরিচালক, সারা অ্যাড।
মো. ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক, সুনিপুণ অ্যাড। মো. জাকির হোসাইন, এমডি, ডিসকোভারী। মি. নজরুল করিম ভূঁইয়া মজনু, এমডি এম এম অ্যাড। মি. মোস্তাক আহমেদ রনি, গোমতি অ্যাড। মো. সাজেদুর রহমান, ডিজিএম; মো. মুকুল হোসেন, এজিএম, জনতা ব্যাংক লি.।
অরিত্র চন্দ্র দাস (বিষু), অয়ন অ্যাড। সাইদুর রহমান, ডন অ্যাড। হাফিজুর রহমান, ম্যানেজার, অ্যাড ট্রেড। কাওছার আহমেদ, এমডি অলিয়েন্ডার কমিউনিকেশন। জাহিদুল ইসলাম সুমন, এমডি হিমছড়ি অ্যাড।
তাজুল ইসলাম হিরন, এস খান অ্যাড। বাবুল চৌধুরী, এমডি, চৌধুরী অ্যাড। মো. আ. রহিম, সাইফুরস। রানার মটরসের মো. ফরহাদ, সিনিয়র অফিসার, মিডিয়া; মো. মারুফ, অফিসার মিডিয়া। রুপায়ন গ্রুপের মো. আসাদ, সিনিয়র অফিসার মিডিয়া; কবির আহমেদ, ডিজাইনার মিডিয়া।
লিটমাস কমিউনিকেশনের মো. মোস্তফা, মিডিয়া ম্যানেজার; শাহজাহান। প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির মোশারফ হোসাইন, গণসংযোগ কর্মকর্তা; এস এম ইকবাল হোসাইন, অফিসার। এ্যাপোলো ইস্পাত লিমিটেডের হাসান এস হান্নান, জিএম; শেখ সাজিদ, মিডিয়া ও গণসংযোগ কর্মকর্তা। এনার্জি প্যাক লিমিটেডের আহমদ আনোয়ার, চিফ অপারেটিং অফিসার; এমদাদুল হক মারুফ (সিনিয়র অফিসার); খন্দকার নিয়াজ (সিনিয়র অফিসার)। মিডিয়া সার্কেলের রফিকুল আলম (এমডি)।
সাউথইস্ট ইউনির্ভাসিটির মো. সবুর (নির্বাহী মিডিয়া)। স্বপ্নধরা এ্যাসেটস্ ডেভেলপমেন্ট লিমিটেডের নাজমুল (সহকারী ব্যবস্থাপক); মো. শাহিন (সহকারী ব্যবস্থাপক)। ইঞ্জিনিয়ার মো. আবদুল আজিজ, চেয়ারম্যান, সোনারগাঁও ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ার মো. আবদুল আলীম, ব্যবস্থাপনা পরিচালক, এন আই এফ টি। ড. বাইজিদুল হাসান, সেক্রেটারি বোর্ড অব ট্রাস্টি, প্রাইম ইউনিভার্সিটি, উত্তরা ক্যাম্পাস।
মো. নাসির উদ্দীন আহমেদ, হেড অব পি আর ডি, প্রাইম ইউনিভার্সিটি, উত্তরা ক্যাম্পাস। মিসেস সাবিনা ইয়াসমিন, ব্যবস্থাপনা পরিচালক, প্রোচিত মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। রওশনয়ারা জামান মিলি (এজিএম), প্রোচিত মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। সৈয়দ মোস্তফা জাবেদ খান, গ্রুপ হেড, মিডিয়া অ্যান্ড স্পন্সরশিপ, মিডিয়া এঙ্মি। আসিফ মাহমুদ রেজা, সিনিয়র এক্সিকিউটিভ, মিডিয়া এঙ্মি।
মো. আরিফুর রহমান আরিফ, হেড অব পি আর ডি, ইস্টার্ন ইউনিভার্সিটি। মো. আনোয়ার হোসাইন, জিএম, মায়িশা গ্রুপ। মো. মোনায়েম ভূঁইয়া মিলন, সিইও, বি জি এম আই। মো. রুহুল আমিন, ম্যানেজার, শাহ মেরিন একাডেমি। ফরিদুর রেজা সাগর (ব্যবস্থাপনা পরিচালক), শাইখ সিরাজ (পরিচালক বার্তা), চ্যানেল আই।
মো. ইকবাল হোসেন (ব্যবস্থাপনা পরিচালক), এম এস কমিউনিকেশন। মো. মহসিন মলি্লক, চেয়ারম্যান, এম এস কমিউনিকেশন। মো. নাহিদ, ব্যবস্থাপনা পরিচালক, নাহিদ কমিউনিকেশন। মো. আসাদুজ্জামান খান, সিনিয়র এক্সিকিউটিভ, শাহ মেরিন একাডেমি। মো. শামীম আহমেদ, নিকিসা অ্যাড।
মো. ইসমাইল আহমেদ, মো. রাসেল, গাঙ্গচিল অ্যাড। জুলফিকার আহমেদ, রোকেয়া অ্যাড। মুনির হোসেন, রংধনু মিডিয়া। মো. সাগর, অনন্যা অ্যাড। মতিউর রহমান, আবদুল্লাহ অ্যাড।
আবুল কালাম আজাদ ও মো. সুমন হোসেন, ট্রিউন অ্যাড। আহসান হাবীব, হাওলাদার অ্যাড। কাজী সামসুননাহার (শিউলী) ও নিপুণ আহমেদ, প্রতিশব্দ কমিউনিকেশন। হাসীনুর ইসলাম (তপু) ও সাইফুল ইসলাম, উনটেল। তন্ময় মিত্র তাপস ও এমদাত হোসেন, লোটো।
তাপস আহমেদ, বেস্টওয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। ইলিয়াস আহসান, গ্রীন হাউজ। আতাউর রহমান, (এসভিপি), ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.। আজিম আহমেদ (অ্যাসিস্ট্যান্ট মিডিয়া ম্যানেজার ও আবদুল ওয়াদুদ, অফিসার মিডিয়া এমজিটি, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। মিজানুর রহমান (প্রিন্সিপাল অফিসার), আল-আরাফা ইসলামী ব্যাংক লি.।
হাজী সেলিম, মদিনা গ্রুপ। হুমায়ুন কবীর (কবি), পরিচালক মিডিয়া, ওয়ালটন। আজিজুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলা প্রেস। আবুল কালাম, মিডিয়া ম্যানেজার, ট্রিউন অ্যাড। মি. সেলিম রেজা, অ্যাড এশিয়া।
মঞ্জুরুল হোসাইন সোয়েব (ম্যানেজিং পার্টনার), বাংলা অ্যাড। মি. মিজানুর রহমান (নির্বাহী পরিচালক), মিজান গ্রুপ। জানে আলম সিকদার, অধ্যক্ষ, সিকদার কলেজ অব টেঙ্টাইল অ্যান্ড ফ্যাশন টেকনোলজি। রাজিব মজুমদার, স্বত্বাধিকারী, গ্লোবাল কমিউনিকেশন লি.। সফিকুল ইসলাম রানা, স্বত্বাধিকারী, এভারগ্রীন অ্যাড।
মো. সাইফুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা, ঢাকা আহ্ছানিয়া মিশন। আলী আকবর খান, স্বত্বাধিকারী, খান অ্যাড।
মো. সবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মো. ইউসুফ আলী, হেড অব একাউন্টস, উইনম্যাঙ্ মোবাইল। মো. হারুন অর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাড প্লাস।
মো. হাবিবুল হক, ম্যানেজার, অ্যাড প্লাস। জার্জিস আহমেদ হেনরী, ব্যবস্থাপনা পরিচালক, অডিরুপ অ্যাডভার্টাইজিং। মো. আশরাফুল হক চৌধুরী, এডিশনাল রেজিস্ট্রার ও মো. আসাদুর রহমান, জনসংযোগ কর্মকর্তা, আশা ইউনিভার্সিটি। মো. সৈয়দ তেলায়েত হোসেন, এঙ্িিকউটিভ ডিরেক্টর, আমিন মোহাম্মদ গ্রুপ। মো. গাজী আহমেদ উল্লাহ, হেড অব মিডিয়া ও মো. ইব্রাহিম খলিল, সিনিয়র ডিজাইনার, আমিন মোহাম্মদ গ্রুপ।
মো. দেলোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পিআরডি, বসুধা বিল্ডার্স লি.। মোঃ মজিবুর রহমান খোকন, জনসংযোগ কর্মকর্তা, ডিআইআইটি। মো. আনোয়ার হাবিব কাজল, জনসংযোগ কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ড্যাফোডিল ইন্টাঃ ইউনিভার্সিটি।
জীশান কিংশুক হক, হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি, ব্র্যাক ব্যাংক। মি. রহিত, ভাইস প্রেসিডেন্ট, রবি।
মেহজাবীন ভূইয়া (ম্যানেজার), শাহ আলম তানভীর (মিডিয়া ম্যানেজার) ও গাজী ইমরান আল-আমিন (জেনারেল ম্যানেজার), ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন। সামিউল হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আরিফুল হক, সিনিয়র এঙ্িিকউটিভ প্রেসিডেন্ট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। সুজন মাহমুদ, সিনিয়র ম্যানেজার (মিডিয়া), হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মিডিয়া), জিয়াউল হক, ম্যানেজার (মিডিয়া), তৌহিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মিডিয়া), প্রাণ-আরএফএল গ্রুপ। শাহাদাৎ হোসেইন রিয়েল, (মিডিয়া প্ল্যানার), কাজি মহিউদ্দিন, সিনিয়র ম্যানেজার, আবদুল মতিন, সিনিয়র এঙ্িিকউটিভ, মো. রুহুল আমিন, সিনিয়র এক্সিকিউটিভ (মিডিয়া), মিডিয়া কম লি.। মাসুদুর রহমান, ম্যানেজার (মিডিয়া), এ্যাপোলো হসপিটাল।
মিসেস হেনা, ম্যানেজার ও রাজীব হাসান, ম্যানেজার, এড-কম। হাবি্ব-উন-নবী তন, চেয়ারম্যান, এঙ্মি ব্যাংক। মঈন তারেক (সিইও) ও মাহবুবুর রহমান, হেড অব মার্কেটিং, কনসিটোপিয়ার। হোসাইন শামীম ইফতেখার, জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, গ্লোব সফট ড্রিংকস লি., এএসটি বেভারেজ লি.। মো. সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লি.।
রনবীর সাহা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মিডিয়া), গ্লোব শফট ড্রিংকস লি., এএসটি বেভারেজ লি.। রোকন উদ্দীন, ম্যানেজার, বিজনেস প্রমোশন (মার্কেটিং), মিশন ডেভেলপারস লি.। মো. খালিদ হোসেন, সিনিয়র অফিসার (বিজনেস প্রমোশন), মিশন ডেভেলপারস লি.। মো. মিজানুর রহমান, সিনিয়র অফিসার (মার্কেটিং), মোঃ ওহাব হোসেন, সিনিয়র অফিসার (মার্কেটিং), মিশন ডেভেলপারস লি.। ডা. এ জি খান (চেয়ারম্যান) ও মো. গোলাম মোস্তফা, এ জি এম (এইচ আর অ্যাডমিন), মেহেরুন হোমিও ফার্মেসি।
অনুষ্ঠানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী 'মেজবান'-এর আয়োজন করা হয়। ভোজপর্ব শেষে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের বিখ্যাত সংগীতশিল্পীরা। এতে একে একে গান পরিবেশন করেন এস ডি রুবেল, বিউটি, পূজা, ইমরান, পুলক, আরফিন রুমি, প্রীতম, রাফাত, শহীদ ও লেনিস। শেষ দিকে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র।
ঢাকা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মো. এমারাত হোসেন সোহাগের সৌজন্যে র্যাফেল ড্র পুরস্কার পেয়েছেন যারা-
১ম পুরস্কার
ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা মো. কামাল হোসেন
কল্যাণ সমিতি, বারিধারা সেন্টার।
২য় পুরস্কার
ঢাকা-কলকাতা-ঢাকা ফারুক হোসেন
এজেন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।
৩য় পুরস্কার
মো. আক্তার হোসেন রিন্টু সভাপতি, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।