আমাদের কথা খুঁজে নিন

   

ফানপোস্টঃ তাহারা যদি সামুতে ব্লগিং করিতো তাহলে কি পোস্ট দিতো ...

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !!

সামুতে অনেক লোক, অনেক ধরনের, অনেক পেশার লোক ব্লগিং করে কিংবা করতো এক সময় ! তবে অনেক ধরনের ভিতর কিছু ধরনের লোক কখনই সামুতে ব্লগিং করে নি কিংবা সামনেও করবে না ! আসুন দেখি তো তারা যদি সামুতে ব্লগিং করতো তাহলে কি ধরনের পোস্ট দিতো !

১. ব্যাচেলর বাড়িতে কাম কইরা সুখ নাইরে পাগলা - কাজের বুয়া
২. সুন্দরী কন্যা রিক্সায় উঠলে আপনা আপনি রিক্সার গতি বেড়ে যায় যে কারনে ! - রিক্সাচালক
৩. যাত্রীর শত কথাতেও মাথা ঠান্ডা রাখার ১০১টি উপায় -বাস ড্রাইভার
৪. রোজ সকালে তোমার বাড়িতে পেপার দিয়ে আসি - হকার
৫. ভদ্র ভাষার কথা বলুন -হেলপার
৬. যেতে নাহি দিবো তবুও যেতে দিতে হয় - ট্রাফিক পুলিশ
৭. বাঁ হাতের কাজ -ঘুষখোর কর্মচারি
৮. আমার উঠান দিয়ে সদা তোমার পদচারনা -দারোয়ান
৯. আবার ফিরে আসবা জানি -হোটেল বয়
১০. পদ্মসেতুর পকেটস্থ করার ইতিকথা -জনৈক মন্ত্রী


১১. আমার চন্দ্রাভিজান -মেশিন মামা
১২. আমার ভাসা সৈনিকের দিন গুলো - গু আজম
১৩. আত্মজীবনী মুলক পোস্টঃ কালো বেড়াল -রেলমন্ত্রী
১৪. নড়াচড়া চত্ত্ব - মখা চাচা



ইদানিং কি হয়েছে কেবল ফান পোস্ট দিতে মন চাচ্ছে ! যাক এটা একটু ছোট হয়ে গেল ! এবং আবারও মনে করিয়ে দেই এটা কেবলই ফান পোস্ট ! ফান হিসাবে নিবেন দয়া করে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।