আমাদের কথা খুঁজে নিন

   

ফানপোস্টঃ নিউটন যদি বাংলাদেশে জন্মাতো তাহলে কি হত ?




আমরা সবাই জানি স্যার আইজ্যাক নিউটন একদিন আপেল গাছের তলে বসে ছিলেন ! একটা আপেল তার মাথায় পড়লো এবং তিনি চিন্তার খোরাক পেলেন কেন আপেলটি নিচে পড়লো, কেন উপরে চলে গেল না ?
এর থেকে আবিস্কার হল মধ্যকর্ষ সুত্র !
আর এই জন্য আমাদের ছাত্র জীবনে কি পেইন পেতে হয়েছে একবার ভেবে দেখেন ! স্কুল কলেজে মধ্যকর্ষ সুত্র মুখস্ত আর এর অংক করতে গিয়ে কতবার মনে হয়েছে আপেল না পড়ে নিউটনের মাথায় একটা বোম পড়লে ভাল হইতো !

যাক যা হয়ে গিয়েছে সেটা তো আর বদলানো যাবে না ! আসুন একটু কল্পনা করা যাক নিউটন যদি আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহন করতো তাহলে অবস্থা টা কেমন হত ?
আসলেই কি তখন আবিস্কার হত মধ্যকর্ষ সুত্র ?


যেহেতু বাংলাদেশে আপেল গাছ নাই তাই চাইলে সে আপেল গাছের নিচে বসতে পারবে না । তো কি কি গাছের নিচে সে বসতে পারে এবং কি কি ঘটনা ঘটতে পারে ?



ঘটনা একঃ
নিউটন আলী (যেহেতু বাংলাদেশ নামের শেষে একটা আলী যোগ করা হল) আম গাছের নীচে বসে আছে । গভীর চিন্তায় মগ্ন । তখন গাছ থেকে টুপ করে একটা আম নিউটনের মাথার উপর পড়লো !
তখন নিউটনের চিন্তা অন্য দিকে যাওয়ার আগেই পাকা আমের সুবাস নিউটনের নাকে লাগলো । নিউটন চিন্তা ভাবনা ছেড়ে আম খাওয়ার ব্যস্ত হয়ে পড়লো !



ঘটনা দুইঃ
নিউটন আলী বসে আসে জাম গাছের নীচে ! গভীর চিন্তায় মগ্ন ! তখনই গাছ থেকে একটা পাঁকা জাম খসে পড়লো নিউটনের সাদা পাঞ্জাবীর উপর ! নিউটনের চোখ গেল পাঞ্জাবীর উপর জাম পড়ার ফলে দাগ টার দিকে । সঙ্গে সঙ্গে মেজাজ টা তীব্র খারাপ হয়ে গেল ! মুখ দিয়ে বের হয়ে এল কিছু শব্দ #$%&@#$%




ঘটনা তিনঃ
নিউটন বসে আছে কাঠাল গাছের নিচে ! গভীর চিন্তায় মগ্ন ! তখন সে তার পিঠে তিব্র ব্যাথা অনুভব করল ! কোন রকম বুঝতে পারলো তার পিঠের উপর একটা আস্ত পাকা কাঠাল খসে পড়েছে ! কেন কঠালা উপরে না গিয়ে নিচে পড়লো এই চিন্তার থেকে তার কাছে নিজের কাধের ব্যাথা বেশি তীব্র মনে হল !




ঘটনা চারঃ
নিউটন আলী বসে আছে বরই কাছের নিচে । গভীর চিন্তায় মগ্ন ! কিছু একটা আবিস্কারের চিন্তা আসবে আসবে করেও আসতেছে না ! তখন উপর থেকে কিছু একটা এসে পড়লো নিউটনের মাথার উপর ! সঙ্গে সঙ্গে তার হাত চলে গেল মাথায় ! নিউটন দেখতে পেল তার মাথা থেকে রক্ত বের হচ্ছে । সারা হাত লাল রক্তে একাকার ! তিনি কিছু বুঝতে পারলেন না কিভাবে একটা বরই মাথায় পড়লে মাথা ফেটে যেতে পারে !
তারপর দেখলেন একটা আস্ত ইটের ঢিল পাশে পড়ে রয়েছে । তিনি বুঝতে পারলেন না বরই গাছ থেকে কিভাবে ইটের ঢিল পড়তে পারে !
তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল !
আসলে পাড়ার এক পিচ্ছি ঢিল ছুড়ে বরই পারতেছিল ! নিউটন আলী সেইটা বুঝতে পারে নাই !




ঘটনা পাঁচঃ
নিউটন বসে আছে আমলকি গাছের নিচে ! গভীর চিন্তায় মগ্ন ! এমন সময় তার মাথার উপরে পড়লো কয়েকটা আমলকি ! আমলকি দেখেই তার মাথায় কিছু একটা বিদ্যুৎ খেলে গেল ! একটু আগে তার স্ত্রী তাকে বলেছিল গাছ থেকে কয়েকটা আমলকি এনে দিতে ! তার নাকি আমলকি খেতে ইচ্ছে করছিল কিন্তু তিনি ভুলে গেছিলেন ! তিনি তখনই ঢিল নিয়ে আমলকী গাছের দিকে ছুড়ে মারা শুরু করলেন ! আরও কয়েকটা আমলকি দরকার !




ঘটনা ছয়ঃ
নিউটন বসে আছে নাড়িকেল গাছের নীচে ! গভীর নিন্তায় মগ্ন ! এমন সময় উপর থেকে একটা ঝুনা নারিকেল খসে পড়লো ! পরবি তো পড় একেবারে নউটনের মাথার উপরে ! নিউটন প্রথমে কিছুক্ষন কিছু বুঝতে পারলো না ! তারপর মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো !
ডাক্তার জানালো মাথায় তীব্র আঘাট পাওয়ার কারনে নিউটন তার স্মৃতিশাক্তি হারিয়ে ফেলেছে !


তাইলে ভেবে দেখেন নিউটনের কি অবস্থা হত যদি সে বাংলাদেশে জন্মাতো ! আমরা মধ্যকর্ষ সুত্র মুখস্ত করা থেকে বেঁচে যেতাম !  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।