আমাদের কথা খুঁজে নিন

   

ফানপোস্টঃ গরুকে বাগে আনার তিনটি সহজ কৌশল

কী লাভ আকাশ সম হতাশা নিয়ে বেঁচে থেকে , এর চেয়ে তো মরণ ভালো ! ঈদের দিন গরু জবাই এর সময় গরুকে বাগে আনতে কত কষ্ট ই না করতে হয় । অনেকে আবার গরুকে আমার মত অতিমাত্রায় ভয় পায় । দঁড়ি ধরে , তো ছাড়ে । অবশেষে অনেক চিন্তার পর আপনাদের জন্য নিয়ে এলাম গরুকে বাগে আনার মহামূল্যবান ৩ টি কৌশল । কৌশল ১ ।

এমন কাউকে খুঁজে বের করুন যে বিল পঁচিশ দিন দাঁত মাজে নি । তাকে বলুন গরুর সামনে নিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়তে । ব্যস , কেল্লা ফতে । গরু সাথে সাথে জ্ঞান হারাবে । আর তখন আপনি একা একাই গরু জবাই করতে পারবেন ।

কৌশল ২। গরুকে ইভা রহমানের গানের ভয় দেখাতে পারেন ! দেখবেন গরু ইভা রহমানের গান শোনার চেয়ে মাটিতে চুপচাপ শুয়ে পড়াটাকেই শ্রেয় মনে করবে । কৌশল ৩ । গরুর সামনে নৌ পরিবহন মন্ত্রীর সেই বিখ্যাত টকশোর (হারামজাদা ,তোর চোখ তুলে ফেলবে) রিপিট টেলিকাস্ট চালিয়ে দিতে পারেন । গরু ভয়ে আর লজ্জায় মাথা হেট করে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়বে ।

আর তখন কিংকর্তব্যবিমূঢ় গরুকে যা ইচ্ছে তা ই করুতে পারবেন । সবশেষে ,সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা । ঈদ মোবারক । ভালো কাটুক ঈদ ,এই শুভকামনা রইলো আমার। আর সবার বাড়িতে আমার ঈদের দাওয়ার থাকলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।