আমাদের কথা খুঁজে নিন

   

ফানপোস্টঃ ব্লগার এবং ফেসবুকারদের এভারেস্ট জয়ের গল্প



এভারেস্টে প্রথম কে গিয়েছে মনে আছে ?
তেনজিং আর হিরারী । কিন্তু এখন যদি তারা বেঁচে থাকতেন তাহলে তারা মনে মনে বলতে হুদাই আমরা এতো কষ্ট করে এভারেস্টে উঠেছি ! এরা কত স হজেই না এভারেস্টে উঠে পড়তেছে !
সত্যিই তাই ! আমরা এখন খুব সহজেই এভারস্টে উঠে পড়তেছি !
তো আসুন আজকে সেই এভারেস্ট বিজয়ী কিছু ব্লগারদের কথা বলি !
প্রথমেই নিজের কথা বলি ! জি ঠিকই ধরেছেন । আমি নিজেই উঠেছি সেই পাহারের মাথার উপরে !
নিচে দিলাম তার সার্টিফিকেট !


কি কেবল সার্টিফিকেটে মন ভরছে না ? তাহলে আসুন আপনাদের দেখাই সেই এভারেস্টের মাথার উপরে তোলা আমাদের গ্রুপ ছবিটা !


তো ছবিতে দেখা যাচ্ছে আমাদে চেয়ারম্যানের হাতে রয়েছে বাংলাদেশের পতাকা আমরা এটা তুলে ধরেছি ! ঠিক তার পাশেই রয়েছে আমি একটা বাঁশ নিয়ে ! গ্রুপে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব ছিল আমার উপর ! কেউ কিছু উল্টপাল্টা করলেই বাঁশের বাড়ি তার কপালে !
আমাদের সাথে আরও ছিল প্রিন্স হেক্টর, নিয়েল হিমু, হাতির ডিম । আর কে ছিল সেইটা তো দেখতেই পাইতেছেন !

যাক এবার দেখা যাক আর কোন কোন ব্লগার সেই এভারেস্টে উঠেছে ! এখানে নাম আসে ব্লগার অন্যমনস্ক শরৎ !
এই দেখুন তার সার্টিফিকেইট টি

কিন্তু এই সার্টিফিকেই খানা ছাড়া তিনি আর কিছুই আমাদের কে দেখাতে পারেন নি ! কোন ছবি নেই ! সুতরাং এই ক্ষেত্রে একটা সন্দেহ থেকেই যায় !

যাই হোক এই দলে আরও আছে ব্লগার একজন ঘুন পোকা ! তার সার্টিফিকেইট খানা দেখুন !


শুনতে পেলাম আরেকজন ব্লগারের কাছে নাকি এভারেস্টে ওঠার সার্টিফিকেইট আছে ! আসুন দেখে নেই ব্লগার নাবিকের সার্টিফিকেট খানা !


আপাতত এই কয়জন ব্লগারই এভারেস্টে উঠেছেন বলে প্রমান পাওয়া গেছে যাদের কাছে সার্টিফিকেইট আছে ! তবে এর পরেই কিছু কিছু মানুষ আছে যারা সার্টিফিকেইটের ধার ধারে না ! তারা ডিজিটাল যুগে কেবল ফটো তোলায় বিশ্বাসী ! আসুন এমন কিছু ছবি দেখে আসি !

এই দেখে নিন ফেসবুকার শুভ শুভ্রের চমটকার ছবি খানা যেখানে তিনি কেবল এভারেস্টেই যান নি বরং প্রথম চন্দ্র মানবের সাথে খোশ গল্পও করে এসেছেন !


এবার দেখুন খালিদ হাসান জীবনের ছবি খানা ! তিনি কেবল প্রথম বাংলাদেশীই নন বরং প্রথম মানুষ হিসাবে এভারেস্ট জয়ের দাবী করেছেন !


এরপর এভারেস্টে উঠে যোগ ব্যাম করতে দেখা গেছে ব্লগার দিকভ্রান্ত পথিন এবং খেলোয়ার রোনাল্ডকে


এর ফেসবুকার নিষ্ক্রিয় নিষ্ক্রমণকেও দেখা গেছে এভারেস্টের মাথায় বিশেষ একজন মানুষের সাথে ! তিনি অবশ্য আমাদের টিমেও ছিলেন এরশাদ কাকুকে সঙ্গী দেওয়ার জন্য !



এর পর দেখা গেছে আমাদের সবার প্রিয় সংগীত শিল্পি ইভা রহমান কে তার স্বামী মাহাফুজুর রহমানের সাথে করে ! এবং এদের সাথে সঙ্গী হয়েছেন আমাদের লুল গুরু এস আর জনি


এখন চলছে ফ্ল্যাশ মবর যুগ ! তাই এভারেস্টে চলছে একটি ফ্ল্যাশ মব তৈরির পরিকল্পনা !
আসুন দেখা যাক সেই প্রস্তুতির ছবি


এভারেস্ট জয়ী ফাহিম মোস্তাসিমের ছবি


অনেকে তো ছবি শেয়ার করেছেন ! এবার আসুন এভারেস্ট জয়ের অনুভুতি এবং অভিজ্ঞতা গুলো দেখা যাক

এভারেস্টে গিয়ে কিভাবে ভুত না মানে পেত্নীর পাল্লায় পড়েছেন সেই কথা লিখেছেন একজন এভারেস্ট জয়ী !
এভারেস্টে ও মায়াবী মেয়ে লিখেছেন মহাকুবি মিস্টু

আরও অভিজ্ঞতা পড়ুন অসঙ্গায়িত ছেলেটির কথা

Juraiz Kabir এর কথা

এস এম জুনায়েদের "আমাদের এভারেস্ট মিশন"

কি ভাবছেন এতো মানুষ চলে গেল এভারেস্ট কিন্ত আপনারা যেতে পারছেন না ? কোন চিন্তা নেই !
আমি রাস্তা বলে দিচ্ছি আজই চলে যান । নিচে ম্যাপ দিয়ে দিলাম !


গুলিস্তান থেকে ডাইরেক্ট এভারেষ্ট যাওয়ার বাস সার্ভিস চালু হয়েছে ! চাইলে এখান থেকেও যেতে পারেন


আর যদি একা একা না পরেন তবুও চিন্তা নেই ! আপনাদের কথা চিন্তা করে ব্লগার নৈঋত খুলে ফেলেছে ফেসবুক ইভেন্ট বীর বাঙ্গালী, ফটোশপ ধরো...এভারেস্ট যাবার রেকর্ড গড়ো
আপনার এভারেস্ট যাওটায়া আজই নিশ্চিত করে ফেলুন !

আপাতত এই !
যদি নিজেদের এভারেস্ট বিজয়ের কোন গল্প থাকে তাহলে এখনই পাঠিয়ে দিন আমার কাছে ! এই পোস্টে সংযুক্ত হয়ে যাবে । এবং সবার শেষে একটা কথা যে দয়া করে এটাকে কেবল একটা ফান পোস্ট হিসাবেই নিলে খুশি হব ! যদি কোন বক্তব্যে কারও মনক্ষুন্ন হয় তাহলে আমাকে জানাতে দ্বিধা করবেন না ! আমি সেটি সংশোধন করে নিবো ! সবাইকে ধন্যবাদ !
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।