আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেম , হিন্দি সিরিয়াল আর সমসাময়িক বাবা .........

Never Stop Believing ৮ কি ৯ মাস আগের কথা, আমার এক মাত্র ভাগ্নি [ তখন বয়স ২ বছরের কিছু বেশি ছিল, এখন ৩ বছর ২১ দিন , আজকে ] দিব্বি হিন্দি গান গাইতে পারে । সুর শুনলেই সে বুঝতে পারে কোন গান । আই হেইট লাভ স্টোরি - র "বাহারা বাহারা" গান শুনতে আমার রুমে চলে আসতো । না শুনালে টিভি রুমে গিয়ে কান্না করে দিত , যতক্ষণ গান না দেখাতাম সে থামত না । এই ব্যাপার নিয়ে গর্বিত মামা হিসেবে তখন একটা স্ট্যাটাস ও দিয়েছিলাম ।

কিন্তু বুঝতে দেরি হয়নি যে, কি সর্বনাশ আমার, আমাদের জন্য অপেক্ষা করছে । মুল কথায় আসি, সেই ঘটনার পর থেকে আমার উপলব্ধি, নিজেকে আরও বেশি সচেতন হতে হবে । সেই দিন সিদ্ধান্ত নেই বাসায় কোন হিন্দি চলবে না । [ না, হিন্দি ভাষার প্রতি বা ভারতের প্রতি আমার কোন বিদ্বেষ নেই । কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যদি আমার কাছ থেকে দেশ প্রেম না শিখে তাহলে কার কাছ থেকে শিখবে ? আমি যদি দায়িত্ব এড়িয়ে যাই, তাহলে আমার মত অনেকেই তার দায়িত্ব এড়িয়ে যাবে ।

ফলাফল, খুব ভয়াবহ । তাই নিজে থেকে শুরু করেছি ] । আপনাদের বিশ্বাস না হলেও সত্যি, যে তার পর থেকে আমাদের বাসায় কোন হিন্দি চ্যানেল চলে না । আমার কম্পিউটার এ কোন হিন্দি গান নেই । আমি কোন হিন্দি ছবি দেখি না ।

এমন কি বাসায়, কলকাতার বাংলা সিরিয়াল ও চলে না । [ বাংলা চলে না কেন ? একটু চোখ খুললেই দেখতে পাবেন । বেশির ভাগ নাটক প্রেম দিয়ে শুরু হয় – শেষে পরকীয়া দিয়ে শেষ হয় । আরও বিস্তারিত বললাম না এখন, প্রশ্ন হল আমি কিভাবে বাসা ম্যানেজ করেছি ? আমি কি বাসার কর্তা ? না, আমি বাসার কর্তা না । বাবা আছে, মা আছে ।

আমি সংসারের মেজ ছেলে [একমাত্র বটে, এখনো বিএসসি শেষ করতে পারিনি  ] । আমি পরিবারের সব সদস্যের সাথে কথা বলেছি । তাদের বুঝিয়েছি, নিজেদের ভালর জন্য এই সব বন্ধ করা উচিত । যেহেতু, কেউই অবুঝ নয় সেহেতু না বুঝার কোন কারন নেই । ভবিষ্যৎ প্রজন্ম্যের জন্যই এই সিদ্ধান্ত ।

নিজের কথা বলি, আমি ক্লাস ৮ [২০০৪ সালের কথা ] থেকে টিভি দেখি না । [ মাঝে মাঝে ইত্যাদি দেখি আর ভাল কোন গানের অনুষ্ঠান হলে দেখি । ক্লাস ৮ এর পর থেকে টিভির সামনে দিনে টানা ২ ঘণ্টা ছিলাম, এমন কোন তথ্য কেউ দিতে পারবে না ] এই লেখার অবতারণা কেন তাই বলি, এক দিন ফেইসবুকে দেখলাম, এক বাবা লিখেছে । জিসম ২ মুভির আভি আভি গান না শুনলে নাকি তার ছেলে ঘুমায় না । [ বলিউড পোশাক ছাড়া একটি পর্ণ গার্লকে অর্ধেক পোশাক পড়িয়ে নামের আগে নায়িকা উপাধি দিয়ে দিল, আর বাঙ্গালি , সেই ছবি দেখে বাহবা দেয় ।

সত্যি, মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি । ,মানুষের বিবেক এত তারাতারি লোপ পায় কি করে ? ] আপনি ভাবতে পারেন ? এই ছেলে বর হয়ে কি হবে ? তার বাবা কি আদৌ এই ছেলের কাছে স্থান পাবে, যখন সে যৌবন শেষে বৃদ্ধ হিসেবে পরিগণিত হবে । আমি শঙ্কিত , চিন্তিত । এখনো সময় আছে, সচেতন হন । নিজেকে প্রশ্ন করুন, আপনি আপনার সন্তানকে সথিক ভাবে মানুষ করছেন ? জেনে রাখুন, আপনার সন্তান যদি বাংলা ভাষা ভুলে যায় ।

দেশকে ভুলে যায় । তার ভিতরে যদি দেশপ্রেম না থাকে তাহলে ভবিষ্যৎ খুব খারাপ । এই ছেলে আপনাকেও ভুলে যাবে, যেমন সে ভুলে গেছে তার মায়ের ভাষা । আপানাকে অন্ধকারে আস্তাকুরে ফেলে দিবে, যেমন সে তার দেশকে ফেলে অন্য দেশকে ভালবেসে । আমার কথা বিশ্বাস করে, এখনি সচেতন হন আর তা না হলে ভবিষ্যতের জন্য তৈরি হন ।

দেশপ্রেম কি ? দেশপ্রেম কি আমি আসলেই জানি না , কিন্তু জানতে চাই প্রতিমুহূর্তে । আমি কোন দোকান থেকে পলিথিনে কিছু বাসায় আনি না কারন, এই পলিথিন নর্দমা বন্ধ করে দেয় । আমি কাগজে আনি, যেটা নর্দমায় পরলেও কিছু হবে না । আমি হিন্দি ছবি দেখি না , হিন্দি গান শুনি না । বাংলা গান আমার কাছে, অমৃত [ ইংলিশ ছবি, গান দেখি শুনি কারন*.....] ।

আমি ধূমপান করি না , কারন নতুন প্রজন্ম বা আমার পরিবারের কেউ মাদকাসক্ত* হোক তা আমি চাই না । আমি সব সময় চেষ্টা করি দেশের ভাল পণ্য কিনতে । আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, যেখানে সেখানে কোন ময়লা আবর্জনা ফেলবো না । ডাস্টবিন না পাওয়া পর্যন্ত বহন করবো । না পাওয়া গেলে এমন কোথাও ফেলবো, যেখানে কারো কোন সমস্যা যাতে না হয় ।

আমি আমার দেশকে ভালবাসি, যেভাবে পারছি । তা প্রকাশ করছি । আমি যদি বাসায় হিন্দি চ্যানেল বন্ধ করতে পারি, আপনি কেন নয় ? আসুন না, নিজেরাই নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যাই । কারো অপেক্ষায় আর কত । ৪১ বছর তো চলে গেল ............................... ভাগ্নির কথা দিয়ে শেষ করি, ও এখন দিব্বি বাংলা গান গাইতে পারে ।

কোন হিন্দি তার মুখে আমি এখন শুনি না । ডরেমন ও দেখে না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।