আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডের কামসূত্র

হাজার হাজার বছর আগের কথা। সেসময় বাৎসায়নের কাব্য, গীতি রচনার খ্যাতি ছিল চারদিকে। রাজা-রানী-প্রজা সবাইকে খুশি রাখাই ছিল বাৎসায়নের অন্যতম কাজ।

একদিন রাজদরবারে ডাক পড়ল বাৎসায়নের। দেরি না করে পৌঁছে গেলেন তিনি।

দেখলেন, রাজার কপালে চিন্তার ছাপ। বাৎসায়নকে রাজা বললেন, কিছু একটা কর তুমি। কেমন যেন সব বর্ণহীন লাগে সব। যৌবনের রোমাঞ্চ অনুভূত হচ্ছে না।

বাৎসায়ন তো হতবাক।

বাড়ি ফেরার পর মদন দেবতার কানে দিল মন্তর। অমনি মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল তার। ব্যস্ত হয়ে পড়লেন 'কামসূত্র' বয়ানে। একঘেঁয়ে সঙ্গম থেকে নিস্তার আর সঙ্গে সামাজিক বার্তা ফ্রি। কী করবেন, কী করবেন না? কি করলে কি হবে? সব কিছু শুরু করার নিয়ম কানুন।

তবে বাৎসায়ন সঙ্গম, যৌনতা নিয়ে নানা কিছু লিখে গেলেও বলিউডের বোদ্ধারা একেবারে নিজের মতো করেই সাজিয়ে নিয়েছেন সিনেপর্দার কামসূত্রকে। বাৎসায়নের চৌষট্টি কলাকে নিজেদের মতো করে কখনও বাড়িয়েছেন, কখনও কমিয়েছেন। বাৎসায়নের কামসূত্র শিক্ষামূলক সাহিত্য হলেও আর বলিউডের কাছে এটা শুধুই বাণিজ্যি!

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।