আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে আসার গান

আমি এবং আমার কথা, কবিতা, গান, আমার অবসরের নাম।

যখন চলে যাওয়া, বড় হয়ে যায়
সম্পর্কের বসবাস গহীনে
যখন বিদায় দেয়া, সহজ মনে হয়
এক বন্ধনের সমাপ্তি টানে

এভাবেই হারিয়ে যাওয়া, দূরে চলে যাওয়া
সময় গুলো স্মৃতির খাঁচায় বন্দি করে রাখা

নিষ্প্রাণ ভাবনা, একা হয়ে বাঁচার প্রতিজ্ঞা
না পারা অনেক কিছু, আজ কাদিয়ে যায়
এভাবেই বেঁচে থাকার, এক কঠিন পরিক্ষা
কি হবে অতঃপর, ভাবিয়ে কাঁদায়

এভাবেই হারিয়ে যাওয়া, দূরে চলে যাওয়া
সময় গুলো স্মৃতির খাঁচায় বন্দি করে রাখা

হাত রেখে হাতে, জানালার পাশে বসা
তোমার দিকে তাকিয়ে পৃথিবী দেখা
সেই কথাগুলো, মিষ্টি হাসির মাঝে হারানো
আমি আজ হারিয়ে সব, হয়ে গেছি একা

এভাবেই হারিয়ে যাওয়া, দূরে চলে যাওয়া
সময় গুলো স্মৃতির খাঁচায় বন্দি করে রাখা

মিনতি করি এসো আবার ফিরে এই জিবনে
তুমি ছাড়া একা আমি, কিভাবে বাঁচি
শূন্য হৃদয় জুড়ে, এক হাহাকারের খেলা
ভালোবাসি ভালোবাসি, চিৎকার করে বলি

এভাবেই হারিয়ে যাওয়া, দূরে চলে যাওয়া
সময় গুলো স্মৃতির খাঁচায় বন্দি করে রাখা

ফিরে এসো ফিরে এসো ফিরে এসো
ডাকে মন, ডাকি আমি, ডাকে ভালোবাসা
ভুলে যাও সব অভিমান, এসো কাছে এসো
পূর্ণ করো জীবন, ভুল গুলো সব করো ক্ষমা

ফিরে এসো ফিরে এসো ফিরে এসো (৩)
'ডাকে মন, ডাকি আমি, ডাকে ভালোবাসা
ভুলে যাও সব অভিমান, এসো কাছে এসো
পূর্ণ করো জীবন, ভুল গুলো সব করো ক্ষমা'(chorus)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.