বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ রবিবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী জানান, দলের নিরপরাধ নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের সকল জেলা-উপজেলা, মহানগরী ও ঢাকার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
রমনা থানার পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ তিনটি মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আব্দুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর মধ্যে হত্যা মামলার আসামি মির্জা ফখরুল, সালাম রমনা থানার অন্য একটি মামলার আসামি এবং মির্জা আব্বাস তিনটি মামলারই আসামি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।