চলার পথের একজন অ-লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি " অল্প বয়সে সন্চয়ে আগ্রহী হলে, বৃদ্ধকাল সময়টা ভালো কাটে না। " তখন উদ্ধৃত বাক্যটি হবে একটি অর্থহীন বাক্য।
অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে " অল্প বয়সে সন্চয়ে আগ্রহী হলে, বৃদ্ধকাল সময়টা ভালো কাটে না।" তখন এ কথাটি একটি বিখ্যাত লেখা বা বানী হয়ে যায়, সাহিত্যে স্থান পায়।
অল্প বয়সে সন্চয়ে আগ্রহী হলে, বৃদ্ধকাল সময়টা ভালো কাটার কথা তখন হাতে প্রচুর সন্চয় থাকে আর বৃদ্ধ বয়সে প্রচুর সন্চয় থাকলে কারো মুখাপেক্ষি না হয়ে নিরাপদে, সার্মথ্য মত, নিজের ইচ্ছা মত জীবনের বাকি সময়টা কাটানো যায়। তবে কেউ যদি অল্প বয়সে সন্চয়ে আগ্রহী ও আয়ের পথে নামে তখন তাঁর বিদ্যাজর্ন বা আয়ের উদ্দোশ্যে বিদ্যাজর্ন, খেলাধূলা, ভ্রমণ কিছুই হয় না, হয়তো দ্রুত আয় আসে হাতে, সন্চয়ও জমে। অল্প বয়সে বিদ্যাজর্নের কাছে আয় বা সন্চয় বেশ মূল্যহীন।
জীবনের প্রথম সময়টাই বিদ্যাজর্ন, ভ্রমণ ও খেলাধূলা, লেখালেখি সেই সাথে নানান সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহনের শ্রেষ্ঠ সময় আর এ সবের মধ্য দিয়ে অল্প বয়সের সময়কাল অতিবাহিত হতে থাকলে বৃদ্ধকালের সময়টা ভালো কাটার কথা তখন হাতে থাকে প্রচুর অভিজ্ঞতা আর প্রচুর সন্চয় আর সব কিছুই হয় পরিকল্পনা মাফিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।