আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামে হস্ত ও পদচুম্বন বা কদমবুঁচি

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

আমরা ছোটবেলা থেকেই দেখেছি, মা-বাবা, শিক্ষক মন্ডলী ও সম্মানিত জনদের কদমবুছি বা পায়ে হাত দিয়ে চুম্বন করতে। কিন্তু ইদানিং কিছু অতিউৎসাহী ফেতনাবাজ এটা অনৈসলামিক বলে অপপ্রচার চালাচ্ছে। এমনকি কদমবুচিকে শির্ক, হিন্দুয়ানা রচম বলার দৃষ্টতাও কেউ কেউ দেখিয়েছে।
তাই আমি ইমাম বুখারী (রঃ) সংকলিত ‘আল আদাবুল মুফরাদ’এ উল্লেখিত হস্ত ও পদদ্বয় চুম্বন সম্পর্কিত হাদীসগুলো উদ্বৃত করছি। আল্লাহ পাক সবাইকে বুঝার তাওফিক দান করুক।


১. হযরত ইবনে উমর (রাঃ) বলেন, আমরা একটি যুদ্ধে ছিলাম, প্রচন্ড যুদ্ধে আমরা ছত্রভংগ হয়ে যাই। তখন আমরা বলাবলি করতে লাগলাম, আমরা কিভাবে নবী কারীম (দঃ) এর সাথে সাক্ষাত করব, যখন আমরা যুদ্ধ হতে পলায়ন করেছি। এমনই যুগ সন্ধিক্ষণে নাজিল হল কুরআন শরীফের এই আয়াত-‘ অবশ্য যুদ্ধ কৌশল অবলম্বনের নিমিত্তে কেউ যদি পশ্চাদপসারণ করে তা ভিন্ন কথা (সুরা আনফাল-আয়াত ১৬)’। তখন আমরা বলাবলি করতে লাগলাম- আমরা মদীনায় পা দেবনা, তাইলে আমাদের কেউ দেখবেনা। আমরা আরো বলাবলি করতে লাগলাম- যদি আমরা মদীনায় যাই, তবে লোকেরা কী বলবে? এতসব ভাবতে ভাবতে আমরা মদীনায় উপস্থিত হলাম, তখন নবী কারীম (দঃ) ফজরের নামাজ শেষে মসজিদ হতে বের হয়ে আসছিলেন।

আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ (দঃ), আমরা তো পলাতকের দল। তিনি (দঃ) বললেন- কে বলেছে তোমরা পলাতকের দল, তোমরা তো পাল্টা আক্রমণকারী দল। যদিওবা তোমাদের সে উদ্দেশ্য সফল হয়নি।
আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক চুম্বন করলাম। তিনি বলে উঠলেন- আমিও তো তোমাদের একজন।


২. আব্দুর রহমান ইবনে রাযিন বলেন, আমরা একদিন রাবাযা নামক স্থান অতিক্রম করছিলাম। আমাদের বলা হলঃ সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া (রাঃ) এখানে বসবাস করেন। আমরা তাঁর খেদমতে উপস্থিত হয়ে তাকে সালাম করলাম। তিনি তাঁর হস্তদ্বয় বের করলেন এবং বললেন- এই দুই হস্তে আমি রাসুলুল্লাহ (দঃ) এর হাতে বায়আত গ্রহণ করেছি। এই বলে তিনি তাঁর এক হাতের তালু বের করলেন, যা ছিল উটের পাঞ্জার মত মাংশল ও মসৃণ।


আমরা উঠে তাঁর সেই তালুতে চুম্বন করলাম।
৩. সাবিত হযরত আনাসকে (রাঃ) বললেন- আপনি স্বহস্তে নবী কারীম (দঃ) কে স্পর্শ করেছেন? তিনি বললেন- হ্যাঁ।
তখন তিনি তার হাত চুম্বন করলেন।
৪. ওয়াযি ইবনে আমীর (রাঃ) বলেন- আমি একদিন রাসুল (দঃ) এর খেদমতে হাজির হলাম। আমাকে বলা হলঃ ইনিই আল্লাহ্‌র রাসুল।


আমরা তখন তাঁর হস্তদ্বয় ও পদদ্বয় ধরে চুমু খেলাম।
৫. সুহায়ব বলেন, আমি হযরত আলী (রাঃ) কে দেখেছি, তিনি হযরত আব্বাসের হস্ত ও পদদ্বয়ে চুম্বন প্রদান করছেন।
(ইমাম বুখারী (রাঃ) সংকলিত “আল আদাবুল মুফরাদ”, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুবাদ, পৃষ্টা নং ৪৩৮-৪৪০)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।