আমাদের কথা খুঁজে নিন

   

মেঘনায় ভাসছে লাশ, আতঙ্কে এলাকাবাসী

মেঘনা নদীতে ভাসছে ১৭-১৮ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ। জোয়ারের টানে লাশ গুলো তীরে ভেসে আসছে। আবার ভাটার সময় মাঝ নদীতে ফিরে যাচ্ছে। গত শুক্রবার থেকে উপজেলার দূর্গম সুখচর ইউনিয়নের উপকূলীয় মেঘনা নদীতে লাশগুলো ভাসতে দেখা যাচ্ছে। এ নিয়ে দ্বীপ উপজেলা হাতিয়ায় আতঙ্ক বিরাজ করছে।

অজ্ঞাত পরিচয় লাশগুলো উদ্ধারে প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে  জানান এলাকাবাসী। লাশগুলো গলিত হওয়ায় তা সনাক্ত করাও সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের ধারণা লাশগুলো জলদস্যুদের। গত কয়েকদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটে।

তবে নদীতে লাশ ভাসার বিষয়টি অস্বীকার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি জানান, খবর পেয়ে শনিবার রাতেই উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ও এসআই টিপুসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কোনো লাশ দেখতে পায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.