"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!"
খুব শিঘ্রী বিয়ে করতে যাচ্ছেন? বিয়ের দিন,বিয়েটাকে একটু অন্যরকম করতে চান? তাহলে আপনার জন্য ই আমার এই পোষ্ট! দেরী না করে কিছু মুড়ি নিয়ে এখনি বসে পড়ুন। আমি আপনাকে দিচ্ছে বিয়ের কিছু ইউনিক আইডিয়া ,বিয়ের আসর টা কে আপনি একটু অন্যরকমকরে সাজিয়ে তাক লাগিয়ে দিতে পারেন সব অতিথিদের,আর তাতে আপনার বিয়ের দিন টা হয়ে যেতে পারে আরো স্পেশাল,আরো , , , ,
শহরের কমুউনিটি সেন্টার অনেক ঘিঞ্জি আর কেমন যেনো যান্ত্রিক একটা পরিবেশ! আপনি বিয়ের জন্য বেছে নিতে পারেন গাছ গাছালি দ্বারা বেষ্টিত একটা খোলা জায়গা,এটা হতে পারে শহরের পাশের কোনো গ্রামে বা আপনার নিজের গ্রামে! আর অতিথিদের প্রবেশ করার জন্য গেট হতে পারে এমন একটা সুন্দর গেটঃ
কিংবা এরকমঃ
অথবা এরকমঃ
অথবা এমন একটা জায়গা বেছে নিতে পারেন যার পাশেই সুন্দর কোনো নদী বা লেক আর সেখানে ব্যবস্থা করুন এমন একটা গেট আর ভেতরে কিছু বসার জায়গাঃ
বর কনে দুই জনের বসার জন্য ব্যবস্থা করতে পারুন এমন কিছুঃ
প্রবেশদ্বারের ঠিক প্রথমেই দিতে পারেন বড় করে এমন একটা ক্রেস্ট,আর লেখাটা অবশ্যই দিবেন বাংলায়ঃ
অতিথিদের প্রত্যেকের বসার চেয়ারে দিতে পারেন একটা করে ফুলদানীঃ
কিংবা এরকমঃ
আর কমুউনিটি সেন্টারে বিয়ে করলে,সেটাকে ও আপনি স্পেশাল করতে পারেন কিছু বিশেষ সাজ দিয়ে! যেমন এরকম একটা লুক আনতে পারেন আপনিঃ
গেট টা করতে পারেন বিশেষ আকর্ষণীয়ঃ
অতিথিদের জন্য এরকম বসার ব্যবস্থা করতে পারেনঃ
বর কনের বসার জায়গায় এরকম ব্যবস্থা করতে পারেনঃ
পরিশেষে একটা কথাই বলতে চাই- এই আইডিয়া গুলা সব ই বিদেশীদের যা করতে পকেট হালকা হওয়ার সম্ভাবনাআছে,এমনকি এদেশে ই ব্যবস্থা করতেও বেগ পোহাতে হবে! তাই এইরকম সাজ দিন আর না দিন আপনার বিয়ে সবসময় ই আপনার কাছে স্পেশাল কিছু!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।