সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন সিরীয় সেনা নিহত ও ৭ জন আহত হয়েছেন। সিরিয়ার সেনাবাহিনী পাল্টা হুমকি দিয়ে বলেছে, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করবে।সিরিয়ার কুনেইত্রা এলাকার একটি সেনা ঘাঁটিতে এ হামলা চালিয়েছে তেল আবিব। এতে এক সেনা নিহত ও অপর ৭ জন আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, তাদের বিমানবাহিনী মঙ্গলবার রাতে সিরিয়ার কয়েকটি সেনা অবস্থানে বোমাবর্ষণ করেছে।সিরিয়ার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, “বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সাফল্য থেকে দৃষ্টি ঘোরাতেই এ হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে ইয়াবরুদে সেনাবাহিনীর সাম্প্রতিক সাফল্যকে মেনে নিতে পারছে না তেল আবিব।” গত রোববার লেবাননের সীমান্তবর্তী কৌশলগত ইয়াবরুদ পুনর্দখল করে সিরিয়ার সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, সেনা অভিযানে পর্যদুস্ত সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা করতে ইহুদিবাদী সেনারা এ হামলা চালিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।