আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেফতারের রাজনীতি করি না

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ গ্রেফতারের রাজনীতি করে না। আদালত যদি কাউকে জামিন না দেন সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। কারণ বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি হচ্ছে সুখী মানুষের দল।

তারা আন্দোলন করতে পারে না, কষ্ট করতে পারে না। তারা কিসের আন্দোলন করবে? বিএনপির উদ্দেশে তিনি বলেন, পাঁচ বছর ধৈর্য ধরুন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি হিসেবে মাথা ঠাণ্ডা রেখে দল গোছান। সরকারকে কাজ করতে দিন। গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দিন। তিনি বলেন, পাঁচ বছর পর সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।

তত্ত্বাবধায়ক সরকার আর কখনোই ফিরে আসবে না। সংসদের বিরোধী দলকে ভদ্র দল হিসেবে আখ্যায়িত করে মোহাম্মদ নাসিম বলেন, সংসদে গালি-গালাজ না করলে অনেকে মনে করেন পার্লামেন্টে বিরোধী দল নেই। গালি-গালাজ করলেও দোষ আবার না করলেও দোষ। এটা কোন ধরনের সংস্কৃতি? মো. জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের জন্য জিল্লুর রহমান ছিলেন পরশপাথরের মতো। যার ছোঁয়ায় দুঃসময়ে আওয়ামী লীগ জেগে উঠেছিল।

এর বাস্তব উদাহরণ হলো ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপটে তার কার্যকরী ভূমিকা। নীতি ও আদর্শের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সুজনরা ১১/১ কুশীলব হিসেবে কাজ করছে। তাদের আচার-আচরণ, কথাবার্তায় মনে হয় তারা একটি গোষ্ঠীর লবিস্ট হিসেবে কাজ করছে। সুজন-টিআইবিসহ এনজিওদের আয়ের উৎস জানা দরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, সুজনদের আয়ের উৎস খুঁজে বের করা উচিত।

বিদেশ থেকে কীভাবে টাকা আসে তা জনগণ জানতে চায়। সুজনসহ এনজিওদের আয়ের উৎস খুঁজে বের করা উচিত। সুজনের আচরণে রাজনৈতিক নেতাদের চরিত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, শাহে আলম মুরাদ, খন্দকার তারেক রায়হান, অরুণ সরকার রানা, হুমায়ুন কবির প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ করিম।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.