আমাদের কথা খুঁজে নিন

   

কব্জি কেটে নিয়ে ‘পুলিশ সোর্স’কে হত্যা

নিহত মো. নজির আহমেদ (৩২) টঙ্গী মডেল থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে তার পরিবার জানিয়েছে।

তার বাড়ি চাঁদপুরের ছেঙ্গারচর থানার কচি ঘাটা গ্রামে। বাবার নাম গোলাপ মীর। টঙ্গী এরশাদ নগরে এক নম্বর বস্তিতে স্ত্রী সন্তান নিয়ে তিনি থাকতেন।

নজিরের বড়ভাই কবির জানিয়েছেন, বুধবার সন্ধায় কয়েকজন যুবক এরশাদ নগরের ঘর থেকে নজিরকে ডেকে নেয়।

পরে রাত সাড়ে ৮টার দিকে আউচপাড়ার মোল্লা বাজারের পাশে জনৈক আব্দুল মালেকের বাড়ির পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

দুর্বৃত্তরা নজিরের দুই হাতের কব্জি কেটে নিয়ে গেছে। তার মাথা, মুখ ও পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

টঙ্গী মডেল থানার উপ পরিদর্শক মো. আলমগীর গাজী জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নজিরের বড় ভাই জানিয়েছেন, তার ভাই আগে তুরাগ পরিবহনের যাত্রীবাহী বাসের চালক হিসাবে কাজ করতেন।

কিছুদিন আগে থেকে তিনি টঙ্গী মডেল থানার সোর্সের কাজ শুরু করেছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.