নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!
আমাদের গোটা উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশের সমাজে, ঘরে ঘরে, পাড়ায় মহল্লায়, জেলা উপজেলায়, সরকারে বিরোধী দলে, গ্রামে গন্জে যে পরিমান হেট্রেড বা ঘৃনা, বিদ্বেষ, হিংসা ছড়ানো হয় তা বোধকরি পৃথিবীর আর কোন সভ্য দেশে কল্পনাও করা যায় না। সে সব দেশে আইন করে এগুলো নিষিদ্ধ করা হয়েছে। 'ডিসক্রিমিনেশন ইজ প্রহিবিটেড বাই ল।' এ্যানি কাইন্ড অব ডিসক্রিমিনেশন।
যে সমাজে নানান বাহানায়, নানান ছল ছাতুরিতে, কারনে অকারনে, ব্যাক্তি, রাজনৈতিক, ধর্মীয় হীন স্বার্থে এত ঘৃনা ছড়ানো হয়, সরকারের পৃষ্ঠপোষকতায়, রাজনীতিবিদদের তথাকথিত জনসভার মন্চে, মাইক পাইলেই হইছে, বিসমিল্লাহ বলেই শুরু হবে অন্যের গালি গালাজ, খিস্তি খেউর! কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে সমর্থকদেরকে নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করতে হাত তুলেছেন, হে আল্লাহ, হে আল্লাহ বলে বিচার দিচ্ছেন, একই সাথে আবার অকথ্য ভাষায় নিজের লোকজনকে গালাগালি করছেন!
সেই সমাজে শান্তি আসবে কি করে! শান্তিপুর্ন ও কলহমুক্ত ঐক্যবদ্ধ সমাজ, জাতি ছাড়া দেশে কখনো আগাতে পারে না। নিজেকেই প্রশ্ন করুন, সকালে ঘুম থেকে উঠেই আপনি যে ঘৃনাটা ছড়াচ্ছেন, দিন শেষে আপনি কি অর্জন করলেন, নিজের আয়নায় নিজেকে দেখার জন্য রাত ১২টায় অন্তত একবার এক মিনিটের সময় ব্যয় করেই দেখুন না!
কারন, "Hatred does not cease by hatred, but only by love; this is the eternal rule."--Buddha
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।