বাংলাদেশে ক্রিকেট খেলার প্রচলন কবে থেকে তার সঠিক হদিস নেই। তবে আন্তর্জাতিক অঙ্গনে ১ম খেলে ১৯৮৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে..
তবে একটা বিষয়ে পৃথিবীর সব ক্রিকেট খেলুড়ে দেশকেই অকপটে স্বীকার করতে হয় যে বাংলাদেশ সবাইকে পিছনে ফেলে ১ম স্থানেই আছে আর তা হল এদেশের ক্রিকেট প্রেমী। এতো হারের পরও নিয়মিত সাপোর্ট করে যায় এ ক্রিকেট প্রেমী জনতা।
তারা কি একবারও ভাবে না সেই ছেলে মেয়ে গুলোর কথা যারা তাদের সাধের জমানো টাকা খরচ করে টিকেট কেটে খেলা দেখতে যায়, দেশকে সমর্থন জোগাতে যায়; ভাবে না সেই সব মায়াবী মুখ গুলোর কথা যারা দেশকে পরাজিত হতে দেখে হাউমাউ করে কাদে; মনে করে না অই সকল বাচ্চা ছেলেগুলোর কথা যারা সারা গায়ে রঙ মেখে শীতের সন্ধ্যায় খালি গায়ে স্টেডিয়াম মাতায়। অথবা সেই সকল কর্মজীবি মানুষের কথা যারা নিজের কাজকর্ম এক পাশে রেখে রাত জেগে খেলা দেখে।
বিস্তারিত লিনকে - http://sfortunehunter.blogspot.sg/2014/03/blog-post_20.html
-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।