ব্যাঙের ছাতার নিচে থাকে দুটো ব্যাঙ
পাতার আড়াল থাকে দুটো কমলাফল
অবুঝ শিশুর মতোন খেতে ধরি ল্যাঙ
চাই আমি তোমার ভালোবাসার তরল।
লকারে রেখেছে তুমি তোমার ভালোবাসা
চাইতে গেলে বলো শুধু একদিন পাবে
একদিন দেবে নাকি মহা উৎসবে
একদিন তুমি নাকি খেলবে পাশা।
ব্যাঙের চাতার নিচে থাকে সাপের ফণা
ছুঁইনা তাই আমি যদি দেয় ছোবল
যদি তুমি হও আবার কঠিন বেগানা
হাটে যদি ভেঙে দাও তোমার বোতল।
ব্যাঙের ছাতার নিচে থাকে হোলা ব্যাঙ
তাই দেখে অবশ হোক আমার দুটো ঠ্যাং।
২০.০৩.২০১৪
ব্যাঙের ছাতার নিচে থাকে দুটো ব্যাঙ /
শাফিক আফতাব /
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।