সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর প্রিয়ভাজন হিসেবে পরিচিত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাহের শামীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের নির্দেশ না মেনে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গতকাল দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে যুগ্ম-মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়। অপরদিকে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী সদর বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদার পক্ষে প্রচারণায় নেমেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক 'নিখোঁজ' এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। দলীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমে কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীমকে দলীয় সমর্থন দেওয়া হয়। পরবর্তীতে ভোটের মাঠে শামীম সুবিধা করতে না পারায় প্রার্থী বদল করে বিএনপি।
কেন্দ্র থেকে শাহজামাল নূরুল হুদাকে সমর্থন দিয়ে তার পক্ষে সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ না মেনে নির্বাচনে অনড় থাকেন আবুল কাহের শামীম। নেতা-কর্মীদের অভিযোগ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর মদদেই নির্বাচন থেকে সরে দাঁড়াননি শামীম। শেষ পর্যন্ত গতকাল তাকে বহিষ্কার করা হয়।
অপরদিকে, শাহজামাল নূরুল হুদার পক্ষে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালান ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
তিনি সদর উপজেলার তেমুখী, টুকেরবাজার, জাঙ্গাইল, বলাউরা, মোল্লারগাঁও, লামাকাজি, পুরান কালারুকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।