[পূর্ব প্রকাশের পর]৭৮. শুকতারা একটি ক. উপগ্রহ খ. গ্রহ গ. নক্ষত্র ঘ. নীহারিকা উত্তরঃ খ৭৯. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? ক. নিউরন খ. RBC গ. গবলেট ঘ. WBC উত্তরঃ ক৮০. উপমহাদেশের বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন- ক. আব্দুস সালাম খ. এইচ, জি খোরানা গ. সি.ভি রমন ঘ. সত্যেন বোস উত্তরঃ গ৮১. নোবেল বিজয়ী আব্দুস সালাম কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ক. পাকিস্তান খ. ভারত গ. বাংলাদেশ ঘ. মিসর উত্তরঃ ক৮২. আলেকজান্ডারের শিক্ষক- ক. হোমার খ. সক্রেটিস গ. প্লেটো ঘ. এরিস্ট্রটল উত্তরঃ ঘ৮৩. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? ক. মাইম্যান-১৯৬০ খ. রাদার ফোর্ড-১৯১৯ গ. হাইগ্যান-১৯৬১ ঘ. বোর-১৯৬৩ উত্তরঃ ক৮৪. ফনোগ্রাম কে আবিষ্কার করেন? ক. মার্কনি, ১৯০০ সালে খ. ফ্যারাডে, ১৯৬০ সালে গ. রন্টজেন, ১৮৯৫ সালে ঘ. এডিসন, ১৮৭৮ সালে উত্তরঃ ঘ৮৫. টেলিভিশন আবিষ্কার করেন- ক. ফ্যারাডে খ. এডিসন গ. এফ, বি মোর্স ঘ. জন এল বেয়ার্ড উত্তরঃ ঘ৮৬. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন- ক. ডর ফেল্ট খ. লাইবনিৎস গ. জর্জ বুল ঘ. চার্লস ব্যাবেজ উত্তরঃ ঘ৮৭. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন? ক. ড. শামসুল হক খ. ড. কামাল উদ্দিন আহমেদ গ. ড. কুদরত-ই-খুদা ঘ. ড. আব্দুল্লাহ আল মুতী উত্তর ঃ ঘ৮৮. একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয়- ক. ম্যাক্রোফেস খ. নিউরন গ. নেফ্রন ঘ. মলিকুলার সেল উত্তরঃ খ৮৯. লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষপ্রাচীর কোনটি? ক. ছত্রাক খ. শৈবাল গ. ব্যাকটেরিয়া ঘ. সপূষ্পক উদ্ভিদ উত্তরঃ গ৯০. ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? ক. পেক্টোজ খ. কাইটিন গ. সুবেরন ঘ. লিগনিন উত্তরঃ খ৯১. মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু আছে? ক. শ্বসণ অঙ্গাণু খ. পরিপাক অঙ্গাণু গ. রেচন অঙ্গাণু ঘ. কোনোটিই নয় উত্তরঃ ক৯২. উপমহাদেশের বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন- ক. আব্দুস সালাম খ. এইচ, জি খোরানা গ. সি.ভি রমন ঘ. সত্যেন বোস উত্তরঃ গ১০০. শুক্র গ্রহের অপর নাম কি? ক. সিরিয়াস খ. সন্ধ্যাতারা গ. শুকতারা ঘ. খ ও গ উভয়ই উত্তরঃ ঘ১০১. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? ক. বৃহস্পতি খ. বুধ গ. শুক্র ঘ. মঙ্গল উত্তরঃ গ১০২. পৃথিবীতে কয়টি মহাসাগর আছে ? ক.৪টি খ. ৫টি গ. ৩টি ঘ. ৬টি উত্তরঃ খ১০৩. মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন- ক. আইনস্টাইন খ. কেপলার গ. নিউটন ঘ. গ্যালিলিও উত্তরঃ গ১০৪. পারমাণবিক বোমার আবিষ্কারক- ক. আইনস্টাইন খ. জন থনসন গ. ওপেন হেইমার ঘ. মার্কনি উত্তরঃ গ১০৫. ক্যালকুলাস কে আবিষ্কার করেন- ক. নিউটন খ. কেপলার গ. গ্যালিলিও ঘ. আর্কিমিডিস উত্তরঃ ক১০৬. ওঈ উদ্ভাবন করেন কে? ক. জন ওয়ার্টসন খ. রবার্ট হুক গ. অ্যাবাকাস ঘ. জে. এস কিলবি উত্তরঃ ঘ১০৭. ভূ-পৃষ্ঠ হতে উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন/ ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কারণ- ক. সেখানকার বায়ু গরম বলে খ. সেখানকার বায়ু শীতল বলে গ. বায়ুতে অক্সিজেন কম বলে ঘ. সেখানে বায়ুর চাপ ভূ-পৃষ্ঠ হতে কম বলে উত্তরঃ ঘ১০৮. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন? ক. মাটির পাত্র তাপ কুপরিবাহী খ. মাটির পাত্রে পানি থেকে তাপ শোষণ করে গ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে ঘ. মাটির পাত্র ভালো তাপ পরিবাহী উত্তরঃ গ১০৯. ফ্যান চালালে আমরা ঠাণ্ঠা অনুভব করি, কারণ- ক. বাতাসকে ঠাণ্ডা করে খ. ঠাণ্ডা বাতাস তৈরি করে গ. শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয় ঘ. ঘাম কমিয়ে দেয় উত্তরঃ গ১১০. ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ- ক. ভেজা কাপড় শরীরে ঠাণ্ঠা লাগে খ. কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে গ. কাপড়ের পানি শরীরের জন্য ভালো নয় ঘ. সর্দি কাশি হাওয়ার সম্ভাবনা থাকে উত্তরঃ খ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।