প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মদিনা সনদ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ভাষণের নির্দেশনা অনুসারে দেশ পরিচালনা করা হবে। এই সরকার পবিত্র কোরআন এবং সুন্নাহবিরোধী কোনো আইন পাস করবে না। আজ শনিবার আজ ইসলামী ফাউন্ডেশনের জাতীয় ইমাম সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যারা ৫ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজও পড়ে না, অজস্র মিথ্যা কথা বলে। মদ খেয়ে পড়ে থাকে।
ঘুষ দুর্নীতিতে জড়িয়ে থাকে, এতিম-অনাথের টাকা মেরে খায় তাদের কাছে ইসলাম হেফাজতে থাকে। অথচ যারা ইসলামের সকল মর্মবাণী পালনের চেষ্টা করে তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করা হয়। এই অপপ্রচারের বিষয়ে মানুষকে সচেতন করার দেশের আলেম ও ইমামদের কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, কারবালার পরে বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকাণ্ডের মতো আর কোন ঘটনা ঘটেনি। কারবালায়ও নারী-শিশুকে এভাবে হত্যা করা হয়নি।
আমার মাকে, ছোট্টশিশুকে যেভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর ইসলামের নামে যারা ক্ষমতায় এসে ইসলাম নিয়ে মুখে ফেনা তুলেছে। কিন্তু তারাই মদজুয়া লাইসেন্স দিয়েছে। এদের বিরুদ্ধে তার সরকার ইসলামের জন্য কাজ করছে বলে তিনি দাবি করেন।
ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।