তুমি বাস করো আমার স্বপ্নে, আমার আশায়
আমার রক্তে, আমার শিরায়।
তুমি বাস করো আমার ধমনীতে, আমার হিয়ায়
আমার অস্থিতে,আমার মজ্জায়।
তুমি বাস করো আমার হাসিতে, আমার কান্নায়
আমার আনন্দে, আমার বিষন্নতায়।
তুমি বাস করো আমার কথায়, আমার ভাষায়
আমার লেখায়, আমার পড়ায়।
তুমি বাস করো আমার পেশায়, আমার জীবিকায়
আমার পারগতায়, আমার অপারগতায়।
তুমি বাস করো আমার শিক্ষায়, আমার দিক্ষায়
আমার চিন্তায়, আমার ভাবনায়।
তুমি বাস করো আমার নেশায়, আমার দেশায়
আমার হেনায়, আমার বীণায়।
তুমি বাস করো আমার কষ্টে, আমার যন্ত্রনায়
আমার শয়নে, আমার বিছানায়।
তুমি বাস করো আমার সুখে, আমার অসুখে
আমার দুঃখে, আমার হর্ষে।
তুমি বাস করো আমার চোখে, আমার বুকে
আমার নাকে, আমার মুখে।
তুমি বাস করো আমার দেহে, আমার মনে
আমার ফুলে, আমার ভুলে।
তুমি বাস করো আমার ভালোই, আমার মন্দে
আমার আলোই, আমার আঁধারে।
তুমি বাস করো আমার সাহসে, আমার ভয়ে
আমার বিনয়ে, আমার শিষ্টে।
তুমি বাস করো আমার কাজে, আমার কর্মে
আমার মর্মে, আমার ধর্মে।
তুমি বাস করো আমার শখে, আমার অশখে
আমার আগ্রহে, আমার অনাগ্রহে।
তুমি বাস করো আমার গানে, আমার সুরে
আমার রাগে,আমার অনুরাগে।
তুমি বাস করো আমার পছন্দে,আমার অপছন্দে
আমার বিশ্বাসে,আমার অবিশ্বাসে।
তুমি বাস করো আমার অঙ্গে, আমার প্রত্যঙ্গে
আমার কোষে, আমার মাংসে।
তুমি বাস করো আমার মন্থনে, আমার অন্তরে
আমার গতিতে, আমার মন্থরে।
তুমি বাস করো আমার দর্শনে, আমার বিজ্ঞানে
আমার জ্ঞানে, আমার অজ্ঞানে।
তুমি বাস করো আমার চেতনে,আমার অবচেতনে
আমার ঘুমে, আমার জাগরণে।
তুমি বাস করো আমার সময়ে, আমার অসময়ে
আমার ভিতরে, আমার বাহিরে।
তুমি বাস করো আমার শুরুতে, আমার শেষে
আমার সীমান্তে, আমার অনন্তে।
তুমি বাস করো আমার মসজিদে,আমার মন্দীরে,
আজ আমার সমস্ত অস্তিত্ব ও সত্তাজুড়ে শুধু
তোমারই বসবাস। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।