আমাদের কথা খুঁজে নিন

   

এবার স্বাধীনতা চায় ভেনিস

ইতালির সঙ্গে দীর্ঘ দেড়শো বছরের সম্পর্ক ছিন্ন করতে চাইছে ভেনিস। তাদের প্রস্তাবিত নতুন দেশের নাম ‘রিপাবলিকা ভেনিতা’।

অবশেষে একটা সুযোগ এল গত ১৬ মার্চ। সে দিনই গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিমিয়ার অধিবাসীরা। সেই দিন থেকেই গণভোটের ব্যবস্থা হয়েছিল ভেনিসে।

বেসরকারি সংস্থার মাধ্যমে সেই ভোটগ্রহণ চলেছে পাঁচ দিন ধরে। সেখানে ঊননব্বই শতাংশ মানুষ রায় দিয়েছে স্বাধীন ভেনিস রাষ্ট্রের পক্ষে।

অবশ্য বহু বছর আগে স্বাধীন দেশ হিসেবেই পরিচিত ছিল খালের শহর বলে পরিচিত রহস্যময় নগরী ভেনিস। রিপাবলিকা ডি ভেনেসিয়ার স্বাধীন গণতান্ত্রিক সরকার ছিল প্রায় হাজার বছরের পুরনো। ১৮৬৬ সালে নেপোলিয়ান ইতালির সঙ্গে জুড়ে দেন ভেনিসকে।

তখন থেকেই ইতালির অংশ হিসেবে পরিচিত ভেনিস।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.