আমাদের কথা খুঁজে নিন

   

রপ্তানি তালিকায় নতুন পণ্য 'সাগরকলা' : পোল্যান্ডে রপ্তানি হলো ২০ হাজার কেজি কলা

গাড়ি থেকে নেমে মূল ভবনের দিকে হাটতে লাগলাম আমি, গাজ্জালী ও ডঃ বাদায়ুনী। বাগানের বা দিক থেকে একটা ডাক আসল (গাজ্জালীকে ডাকা হল)। তাকিয়ে দেখি পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছেন আমার প্রিয় ব্যক্তিত্ব, বিনয়ী সেই মহামানব। হ্যাঁ, ডঃ মাহাথির মোহাম্মদ ... রপ্তানির তালিকায় যুক্ত হলো নতুন পণ্য 'সাগরকলা'। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো প্রায় ২০ হাজার কেজি 'সাগরকলা' পোল্যান্ডে রপ্তানি করেছে চট্টগ্রামের একটি নতুন প্রতিষ্ঠান।

যার রপ্তানিমূল্য সাত হাজার ২৫৫ ডলার বা প্রায় ছয় লাখ টাকা। দ্রুত পচনশীল এ পণ্য একটি রেফার (শীতাতপ নিয়ন্ত্রিত) কনটেইনারে ১৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশেষায়িত প্যাকেটে ভর্তি করে রপ্তানির জটিল কাজটি করতে গিয়ে প্রতিষ্ঠানটিকে বেশ বেগ পেতে হয়েছে। প্রথমে একবার বিফল হলেও তারা হতাশ হয়নি। সাফল্যে খুশি হয়ে ইয়েন ইন্টারন্যাশনালের কর্ণধার মাহফুজুর রহমান রানা কালের কণ্ঠকে বলেন, 'সফলভাবে শিপমেন্ট (জাহাজীকরণ) করতে পেরে বেশ ভালো লাগছে। প্রথমবার প্যাকিংয়ে বেশ সময় লাগায় রপ্তানিতে ব্যর্থ হয়েছিলাম।

সেই চ্যালেঞ্জকে কাজে লাগিয়ে এবার সফল হয়েছি। ' রানা জানান, বিদেশি ক্রেতার চাহিদা ছিল প্রতি সপ্তাহে ১০ কনটেইনার রপ্তানির। কিন্তু প্রতি সপ্তাহে চট্টগ্রামের সঙ্গে সিঙ্গাপুরের ফিডার ভ্যাসেল এবং সিঙ্গাপুর থেকে ইতালিতে মাদার ভ্যাসেল সংযোগ পাওয়া অনেক কঠিন। সেই সঙ্গে এত কলা একসঙ্গে সংগ্রহ করা আরো কঠিন। তাই এ মুহূর্তে সপ্তাহে দুই কনটেইনার দিয়েই রপ্তানি চালু রাখতে চাইছেন তিনি।

জানা গেছে, চট্টগ্রামের নতুন রপ্তানিকারক ইয়েন ইন্টারন্যাশনাল ১৯ হাজার ৬০০ কেজি সাগরকলা একটি কনটেইনারে ভর্তি করে গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে রপ্তানি করেছে। মার্কস লাইনের জাহাজে করে কনটেইনারটি প্রথমে ইতালির বন্দরে যাবে, সেখান থেকে সড়কপথে যাবে পোল্যান্ডে। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি পোল্যান্ডের ক্রেতার কাছে পেঁৗছতে লাগবে ২৬ দিন। চট্টগ্রামের রপ্তানিকারক জানান, বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যগুলো চট্টগ্রাম থেকে সরাসরি জাহাজে পোল্যান্ড পেঁৗছতে গেলে বাড়তি সময় দরকার হবে, তাই ইতালি থেকেই বড় ট্রেইলরে করে কনটেইনারটি পোল্যান্ডে পেঁৗছানো হচ্ছে। বিদেশি ক্রেতার শর্ত হচ্ছে, কলাগুলো কোনো ধরনের কালো দাগ ছাড়া সবুজ থাকা অবস্থায়ই সেখানে পেঁৗছাতে হবে।

এ জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করা হয়েছে। জানা গেছে, পোল্যান্ডের এক ক্রেতা সম্প্রতি বাংলাদেশ সফরে এলে তিনি এ সাগরকলা খেয়ে বেশ আকৃষ্ট হন এবং কলা আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের কলার গুণগত মান পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় ভালো হওয়ায় প্রতি সপ্তাহে ১০ কনটেইনার কলা আমদানির চাহিদাপত্র দেন তিনি। তাঁর চাহিদার ভিত্তিতে রপ্তানিকারক ইয়েন ইন্টারন্যাশনালের কর্ণধার মাহফুজ রানা নরসিংদী, ময়মনসিংহ, পাবনাসহ দেশের বেশ কিছু অঞ্চল ঘুরে আসেন। এর মধ্যে পাবনার একটি বাগান থেকে ভালো মানের কলা সংগ্রহ করা হয় এবং কলার গুণগত মান নিশ্চিত করতে কৃষি অধিদপ্তরের উদ্ভিদসঙ্গনিরোধ বিভাগের কাছ থেকে 'ফাইটোস্যানিটারি সনদ' নিতে হয়েছে।

প্রতিটি কলার সাইজ আট থেকে ১০ ইঞ্চি এবং বেশ পুষ্ট। নতুন পণ্য রপ্তানি হওয়ায় বেশ উৎফুল্ল চট্টগ্রাম রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আবদুল মঈন। তিনি কালের কণ্ঠকে বলেন, 'অনেক দিনে ধরে আমরা অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা বাড়ানোর দিকে জোর দিচ্ছিলাম। এবার সাফল্য আসলো। ' সুত্র - কালের কন্ঠ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.