আমাদের কথা খুঁজে নিন

   

উন্মুক্ত না বিদেশী না রপ্তানি না।।

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রচেষ্টার প্রতিবাদে ২০০৬ সালে ফুলবাড়িতে ব্যাপক গণবিক্ষোভের মুখে সরকার এবং কোম্পানি পিছু হটলেও আবারও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চক্রান্ত শুরু করে দিয়েছেন জি এম সি (এশিয়া এনার্জির বর্তমান নাম) এবং তাদের দেশিয় এজেন্ট ও তাদেরই কিছু পতিত সেবাদাস বিশেষজ্ঞ। সম্প্রতি সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি ফুলবাড়ি এবং বড়পুকুরিয়ায় পরীক্ষামূলকভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুপারিশ করে খসড়া তৈরি করেছেন বলে খবরে প্রকাশ। এরি প্রতিবাদে একটি ছদ্মকবিতা শেয়ার করছি............... উন্মুক্ত না বিদেশী না রপ্তানি না । । জাতীয় স্বার্থ বিরোধী কয়লা নীতি না কমিশনভোগীকে না গোপন চুক্তি না ৬% রয়্যালিটি না বহুজাতিক কোম্পানির অবাধ লুণ্ঠনকে না পতিত বুদ্ধিজীবীতাকে না পরিবেশ দূষণকে না আবাদি জমি বিনষ্টকরণকে না কৃষি উৎপাদন ধ্বংসকরণকে না মরুকরণকে না প্রাণবৈচিত্র্যের ধ্বংসযজ্ঞকে না লক্ষ লোকের উচ্ছেদকে না বিস্তীর্ণ এলাকার জলমগ্নতাকে না।

। সুড়ঙ্গ পদ্ধতি হাঁ জাতীয় সক্ষমতা সৃষ্টি হাঁ দেশের কয়লা দেশের কাজে ব্যাবহার হাঁ জনমালিকানা প্রতিষ্ঠা হাঁ স্বচ্ছতা হাঁ জবাবদিহিতা হাঁ জাতীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা হাঁ জাতীয় স্বাধীনতা হাঁ প্রকাশ্য চুক্তি হা । । উন্মুক্ত না বিদেশী না রপ্তানি না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.