আমাদের কথা খুঁজে নিন

   

এবার কি পারবে জামায়াতে ইসলামী সংগঠণ নিষিদ্ধ করতে ?

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধসহ সাত ধরনের অপরাধ সংঘটনের অভিযোগ এনে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করেছে জামায়াতে ইসলামী সংগঠণ নিষিদ্ধ করার জন্য। আমরা জানি ১৯৪১ সালে জামায়াত প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দলটি তিনবার নিষিদ্ধ হয়েছে। এর মধ্যে ১৯৫৯ ও ১৯৬৪ সালে তত্কালীন পাকিস্তানে এবং ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধান প্রতিষ্ঠার পর অন্য সব ধর্মভিত্তিক দলের সঙ্গে জামায়াতও নিষিদ্ধ হয়। এবার কি পারবে জামায়াতে ইসলামী সংগঠণ নিষিদ্ধ করতে ?

গত বছরের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেই অনুযায়ী নিবন্ধিত দলের তালিকা থেকে জামায়াতকে বাদ দেয় নির্বাচন কমিশন। তবে জামায়াত এখনও নিষিদ্ধ নয়। চলতি উপজেলা নিবার্চনে জামায়াতে ইসলামী চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন নির্বাচিত হয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.