“কাব্য নয়, বিবেকের দুয়ারে হানি আঘাত”
স্বাধীনতা তুমি কার ?
স্বাধীনতা তুমি কি রেসকোর্স ময়দানে মুজিবের ভাষন ও জিয়ার কালুরঘাট বেতারের ডাক নিয়ে করা বর্তমান নোংরা রাজনীতির?
স্বাধীনতা তুমি কি লোকিকতার চাদরে আচছাদিত তিন লক্ষ্ মানুষের কন্ঠে গাওয়া জাতীয় সঙ্গীতের পর গায়িকা মমতাজের বেহায়াপনার ?
স্বাধীনতা তুমি কি একদিনের দেশ প্রেমিকদের, যারা বছরের বাকী দিনগুলোতে দেশের সম্পদ ভক্ষনকারী ?
স্বাধীনতা তুমি কার ?
স্বাধীনতা তুমি কি ৭১ এর ঐ চেতনাধারীর, যারা ধর্মের কথা শুনলে মৌলবাদী বলে গালি দেয় ?
স্বাধীনতা তুমি কি পহেলা বৈশাকে একদিনের বাঙ্গালীদের ?
স্বাধীনতা তুমি কি শুধু তাদের যারা তোমাকে শুধু অপব্যবহারই করছে কিন্তু ভালোবেসে কেউ বলছে না, স্বাধীনতা আমি প্রতিদিন তোমায় স্বরন করি, আমার প্রতিটি কাজে, আমার প্রতিটি নিশ্বাসে ! যেন তোমার স্বরনে প্রতিদিন আমি দেশপ্রেমিক হতে পারি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।