আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব যক্ষ্মা দিবসে কটিয়াদী বন্ধুরা

'যক্ষ্মার সেবা সবার তরে, পৌঁছে দেব ঘরে ঘরে' এ স্লোগানকে সামনে রেখে বন্ধু প্রতিদিন কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে সম্প্রতি এক র‌্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. মনজুরুল হকের সভাপতিত্বে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুল ওয়াহাব আইনউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আচমিতা ইউপি চেয়ারম্যান মো. হানিফা, মেডিকেল অফিসার ডা. সৈয়দ মোহাম্মদ আলী রোমেল। বক্তব্য রাখেন, সাংবাদিক রফিকুল হায়দার টিটো, স্যানিটারি ইন্সপেক্টর মো. সজিম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মো. মজিবুর রহমান, মাসুদুল আলম, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, কটিয়াদী কলেজের সাবেক এজিএস রুহুল আমীন রেনু, দেলোয়ার হোসেন খান, আবুল হাসনাত, আনোয়ার হোসেন, স্বাস্থ্য সহকারী মাহাবুবুর রহমান, সিএইচসিপি নাজমুল হক অপু, রুবেল মিয়া এবং স্থানীয় বন্ধু শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন। সঞ্চালক ছিলেন কটিয়াদী বন্ধু সভাপতি শফিকুল ইসলাম। - বন্ধু ডেস্ক

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.