আমাদের কথা খুঁজে নিন

   

এবার ইউটিউব ব্লক করল তুরস্ক

তুরস্ক সরকার এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের গোপন এক মিটিংয়ে রেকর্ড করা অডিও ইউটিউবে ছড়িয়ে পড়ার পর এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ওই অডিওতে বর্তমান সিরিয়া সংকট নিয়ে আলোচনা করছিলেন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি আর সামরিক বাহিনীর কর্মকর্তারা। সিরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযান এবং বিমান হামলার প্রসঙ্গ উঠে এসেছে ওই অডিওতে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিকৃত করে ইউটিউবে পোস্ট করা হয়েছে ওই অডিও রেকর্ডিং। অডিওটিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও আখ্যা দিয়েছে তারা।


তবে তুরস্কের টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ ব্লক করলেও এখনও ইউটিউব অ্যাকসেস করতে পারছেন তুরষ্কের বাসিন্দারা। অনেকেই ব্যবহার করছেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)। সিনেটের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এখন পর্যরন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি গুগল।
এদিকে টুইটারের পর ইউটিউব ব্লক করার ঘটনায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের সমালোচনার মুখে পড়েছে তুরস্ক। ইউটিউব এবং টুইটারে ব্লক করার ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ বলে আখ্যা দিয়েছে দেশগুলো।

 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.