আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যতে কম্পিউটারে ব্যবহৃত হবে হীরের তার!

কম্পিউটারের অতিক্ষুদ্র তার ব্যবহার করা হয় তথ্য সংরক্ষণের জন্য। আর এ কাজেই ভবিষ্যতে ব্যবহার হতে পারে অতিক্ষুদ্র হীরার তার।

কম্পিউটারে মূলত ১ আর ০ অর্থাৎ বাইনারি পদ্ধতি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা হয়। এই ১ আর ০ হলো মূলত বিদ্যুৎপ্রবাহের উপস্থিতি বা অনুপস্থিতি। তার যত ছোট হবে, তথ্য সংরক্ষণ তত সহজ হবে।

কিন্তু তার বেশি ক্ষুদ্র হলে আবার বিদ্যুৎপ্রবাহের তাপে গলে যাবে! তাই বিজ্ঞানীরা অন্যভাবে তথ্য সংরক্ষণের কথা চিন্তা করছেন। ইলেকট্রন ওপরের দিকে ঘোরে নাকি নিচের দিকে ঘোরে, তার ওপর ভিত্তি করেও এই বাইনারি পদ্ধতির তথ্য সংরক্ষণ করা যাবে। শুধু তাই নয়, বিদ্যুৎপ্রবাহের ব্যবহার হয় না বলে এখানে উত্তাপে তার গলে যাবারও প্রশ্নও আসবে না। কিছু হাই-টেক হার্ডড্রাইভ ইতোমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু সফলভাবে এই প্রযুক্তির কম্পিউটার তৈরি করতে হলে এমন ব্যবস্থা করতে হবে যাতে বিজ্ঞানীরা এই ঘূর্ণন দেখতে পান এবং তাকে স্থানান্তর করতে পারেন।

এখান থেকেই এসেছে হীরার তার ব্যবহারের এই বুদ্ধি।

সম্প্রতিই পদার্থবিদেরা পর্যবেক্ষণ করেছেন কিভাবে এমন অতিক্ষুদ্র হীরের তারের মাঝে ইলেকট্রন ঘূর্ণন করে।

হীরার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় না ফলে গরম হয়ে যাবার ভয় নেই। হীরা প্রচণ্ড কঠিন, এবং কখনোই ক্ষয় হয় না। তাই কম্পিউটারে হীরার তার ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।  



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.