আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের খুব কাছাকাছি


স্বপ্নের খুব কাছাকাছি
আজিম হোসেন আকাশ

খুব বেশী ভালবাসতে যেও না কাউকে
হিমালয়ের চূড়ায় উঠার দুর্সাহসিকতা
যতটা আনন্দ দিবে যতবার;
পা ফসকে নীচে পড়ার ভয়ে আশাহত
হবে তুমি ঠিক ততবার।

স্বপ্নের খুব কাছাকাছি থেকে
স্বপ্ন দেখতে ভয় পায় ঠিক কজনায়-
আমার তা জানা নেই;
প্রতিটি রাত আমার যাপিত জীবনে
এক একটি স্বপ্নের মত হাতছানি দেয়,
নির্ঘুম সেই চোখের পাতায় স্বপ্নের পরশে-
অন্ধকার নেমে আসে নিমিষেই।

স্বপ্নকে আকড়ে ধরে স্বপ্নের সমান
বেঁচে থাকতে চায় সবাই;
মাঝরাতে স্বপ্নের সিঁড়ি ভেঙে
দু:খগুলো ধেয়ে আসে নীরবে
তাই পরিচিত সুখগুলো হারাই।

সমুদ্রের খুব তীরে এসে জলের
সন্ধান পায়নি কেউ
ঠিক এমনটিও জানা নেই আমার,
বহু পথ অতিক্রম করে যখন-
সৈকতে বেলাভূমির খুব কাছাকাছি তুমি
আচমকা দিক হারিয়ে দিশেহারা আমি।

ভাগ্যের খুব সন্নিকটে এসে
অদৃষ্টের পরিহাস কজনারই জুটে,
বড় বেশী ভালবাসতে বাসতে
স্বপ্নগুলো যায় বার বার টুটে।

ভুুল থেকে জন্ম নেয়া একই ঘটনার
পুনরাবৃত্তি ঘটে বার বার কজনার,
মাঝে মাঝে প্রতিটি রাত গর্জে উঠে
ভুলের পুনরাবৃত্তি ঘটায় বার বার।

ভাঙা কাঁচ দুহাতে তুলে অহেতুক
নিজেকে রক্তাক্ত করে কজনায়,
প্রাপ্তির মোহে প্রতিরাতে ভাঙা কাঁচে
হাত কাটি আমি একরাশ দুরাশায়।

স্বর্গের খুব কাছাকাছি গিয়ে নরকে
নিক্ষেপ হয় খুব কম সংখ্যকই,
মাঝরাতে মাঝে মাঝেই যখন স্বর্গের
খুব কাছে আসি, একটি চেনাজানা ভুলে
নরকে মিশে যাই তাই নিমিষেই।

ভালবাসা শব্দটির মাঝে ভালবাসায়
পরিপূর্ণতা নেই আজ আর তেমন,
অধিক ভালবেসে বিরহী দহনে একাকী
জ্বলে-পুড়ে ছাই হয় মাঝরাতে এই মন।

রচনাকাল : ২৯/০৩/১৪

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.