আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজনে ডাক্তারদের জন্য নতুন আইন: স্বাস্থ্যমন্ত্রী

ডাক্তারদের জন্য নতুন আইন ও কাউন্সিল করার কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যেখানে ভুক্তভোগীরা ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এ বিষয়ে আইনের কথা ভাবা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান। কাউন্সিলে ডাক্তারদের পাশাপাশি অন্য পেশার মানুষদের রাখার কথ‍া ভাবা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

রাজশাহীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা সর্ম্পকে মন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। ডাক্তাররা অভিযোগ করতে পারতেন। সময় দিতে পারতেন। কিন্তু তা না করে কর্মবিরতিতে গেছেন। এর ফলে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন।

এসময় মো. নাসিম আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানান।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।