আমাদের কথা খুঁজে নিন

   

চলার পথে পথে নানান কথা - ৪

চলার পথের একজন অ-লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি " বড় বস্তু দূর থেকে ছোট দেখা যায়, আর ছোট বস্তু দূর থেকে বড় দেখা হয় " তখন উদ্ধৃত বাক্যটি হয় একটি অর্থহীন বাক্য।

অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে " বড় বস্তু দূর থেকে ছোট দেখা যায়, আর ছোট বস্তু দূর থেকে বড় দেখা হয় " তখন এ কথাটি একটি বিখ্যাত লেখা বা বানী হয়ে যায়, সাহিত্যে স্থান পায়।

সূর্য্য, চন্দ্র, গ্রহ দূর থেকে আমাদের চোখে ছোট দেখা যায় কিন্তু ঐ গুলির আকার কত বড় তা আমাদের জানার জন্য বই পড়ার দরকার পড়েে না, প্রকৃত অর্থে ঐগুলি অনেক বৃহৎ বলেই অনেক দূর থেকে ছোট দেখা যায় কিন্তু বড় এক খন্ড হীরকের টুকরা দূর থেকেও বড় দেখা যায় বা মনে হয় কিন্তু যখন জানা যায় যে ঐ হীরক টুকরাটি নকল বা কৃত্রিম তখন ঐ হীরক বা পাথর খন্ডটি অতি তুচ্ছ ও ছোট মনে হয়। একজন বিত্তবান বা ক্ষমতাধর মানুষকে অনেক দূর থেকে অনেক বড় বা বড় মাপের মানুষ মনে হয়, কেননা ঐ মানুষটির বহু দূর থেকে যথেষ্ট নাম ডাক, কিন্তু ঐ মানুষটি সম্পর্কে যখন জানা যায় যে তার অর্জিত ধন সম্পত্তি সকলই গরীব মানুষের কাছ থেকে দখল করা, বেআইনী ভাবে অর্জন করা, আচরণ দিক দিয়ে মানুষটি নষ্ট প্রকৃতির তখন ঐ বৃহৎ মানুষটি আমাদের কাছে ক্ষুদ্র, ছোট ও নিম্ম- মানের হয়ে যায়।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।